বুকের ভাঁজে নরেন্দ্র মোদী! কানের গালিচায় অভিনেত্রীর সঙ্গী প্রধানমন্ত্রী
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পরনে সোনালি জরি দিয়ে বোনা ভারী কাজের লেহঙ্গা। সেই সঙ্গে মাথায় জড়ানো মানানসই দোপাট্টা। গলা জুড়ে ভারী নেকলেস। আর সেখানেই উজ্জ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি! কানের মঞ্চে যেন রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে অভিনেত্রী রুচি গুজ্জরের সাজ।

কানের লাল গালিচা মানেই ফ্যাশনের বাহার! সৌন্দর্য এবং অভিনবত্বের নিরিখে কে কাকে টেক্কা দিচ্ছেন, তার দেখতেই যেন মুখিয়ে থাকেন তারকা থেকে আমজনতা সকলেই। সেখানেই রুচির সাজ চমকে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চ। সাধারণত রাজস্থানি মহিলারা এই ধারার সাজে নিজেদের সাজিয়ে তোলেন। তবে প্রচারে আলোয় রুচির পোশাক নয়, বরং কণ্ঠহার। এর নেপথ্যে ভাবনাচিন্তা পোশাক পরিকল্পক রূপা শর্মার। কিন্তু অলঙ্কারের মাধ্যমে এভাবে দেশের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর ভাবনা মাথায় এল কী ভাবে? কান মঞ্চেই প্রশ্ন রাখা হয়েছিল রুচির কাছে। অভিনেত্রীর কথায়, বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার জন্য এর চেয়ে ভাল সাজ আর হতেই পারে না।
রাজস্থানের গুজ্জর পরিবারের মেয়ে রুচি। বাবা সশস্ত্র সেনাবাহিনীতে কর্মরত। ‘জব তু মেরি না রহি’, ‘এক লড়কি’র মতো একাধিক মিউজিক ভিডিয়োয় নজর কেড়েছেন সুন্দরী। তবে তাঁর বলিউড সফর কিন্তু মোটেও সহজ ছিল না। গুজ্জর পরিবারের মেয়েদের অভিনয় জগতে কর্মজীবনর পথে বানানো একপ্রকার নিষেধাজ্ঞাই ছিল বটে। সেখান থেকে নিজ দক্ষতায় বলিউডে হাতেখড়ি দিয়েছেন তিনি। কানের মঞ্চে তাঁর সাফল্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।