ক্ষেপলেন বুমরাহ! কাইফের অভিযোগে এশিয়া কাপ চলাকালীন প্রতিক্রিয়া স্পিডস্টারের!

0

স্পোর্টস ডেস্ক: ‘আগেও ভুল ছিল, এখনও ভুল’।
রবিবার ভারত-পাক লড়াই।তার আগে জসপ্রীত বুমরাহর উত্তরে যেন গৃহযুদ্ধের আভাস। সমাজ মাধ্যমে বুমরাহ এই কথাগুলি লিখেছেন মহম্মদ কাইফের অভিযোগের ভিত্তিতে। সমাজ মাধ্যমে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ দাবি করেন, ‘রোহিতের অধিনায়কত্বে বুমরাহ সাধারণত ১, ১৩, ১৭ ও ১৯ নম্বর ওভার বল করত। তবে সূর্যর নেতৃত্বে এশিয়া কাপে শুরুতেই ও তিন ওভারের স্পেল করছে। চোট এড়াতে আজকাল বুমরাহ ওর শরীর গরম থাকতে থাকতেই বল করছে ।

শেষের ১৪ ওভারের মধ্যে বুমরার মাত্র এক ওভার থাকাটা ব্যাটারদের জন্য বিরাট স্বস্তির বিষয়। বিশ্বকাপে শক্তিশালী দলগুলির বিপরীতে এমন হলে কিন্তু ভারতীয় দলের চাপ হতে পারে।’ এরপরই সেই পোস্ট সমাজ মাধ্যমে শেয়ার করে ভারতের স্পিডস্টার লিখেছেন, ‘এটা আগেও ভুল ছিল, এখনও ভুল’।
রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে ভারত। ট্রফি জয়ের হাতছানি রয়েছে। তার আগে প্রাক্তন বনাম বর্তমানের এই সমাজ মাধ্যমে লড়াই ভাল চোখে দেখছেন না কেউই। সাধারণত, বুমরাহ এভাবে প্রতিক্রিয়া দেন না। কিন্তু কেন তিনি কাইফকে সমাজমাধ্যমে তাঁর করা মন্তব্য নিয়ে পালটা দিলেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে জোরদার আলোচনা শুরু হয়েছে।

মনে করা হচ্ছে, নিজের সাম্প্রতিক ফর্মের পাশে কাইফের মন্তব্যে ‘অপমানিত’ বোধ করেছেন তিনি। এদিকে নির্বাচকরা তার ফিটনেসে আস্থা রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২ অক্টোবর আহমেদাবাদে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে রেখেছেন তাকে। প্রধান নির্বাচক অজিত আগারকর জানিয়েছেন, ইংল্যান্ড সিরিজের পর প্রায় এক মাসের বিরতি পেয়ে বুমরাহ এখন সম্পূর্ণ ফিট এবং উভয় টেস্টেই খেলতে প্রস্তুত। গত বছর পিঠের চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা বুমরাহর ফেরা ভারতের জন্য বড় প্রাপ্তি। তার বোলিং দক্ষতা এবং ফিটনেস পাকিস্তানের বিপক্ষে আসন্ন এশিয়া কাপ ফাইনালে ভারতের অন্যতম বড় ভরসা হয়ে উঠতে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *