ইংল্যান্ড সিরিজে সর্বোচ্চ উইকেট তুলে নিয়ে বড় উপহার পেলেন মহঃ সিরাজ

বিরাট কোহলির অনুপ্রেরণা, বাবার কবরের কাছে প্রার্থনা আর মায়ের আর্শীবাদ, এই তিন ‘মন্ত্র’তেই যেন অতিরিক্ত প্রাণশক্তি পান মহম্মদ সিরাজ। তাই হয়তো, এক সিরিজে ১১১৩ বল করেও ‘অক্লান্ত’ থাকতে পারেন ভারতীয় এই পেসার। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ উইকেটের সর্বোচ্চ মালিক হয়েছেন। এবার তারজন্য আইসিসির থেকেও পেলেন বড় পুরস্কার। কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছলেন পঞ্চম টেস্টের নায়ক। বোলারদের তালিকায় ১৫ নম্বরে রয়েছেন সিরাজ। উন্নতি করেছেন ১২ ধাপ। রেটিং পয়েন্ট ৬৭৪।এতদিন পর্যন্ত সিরাজের সেরা ব়্যাঙ্কিং ছিল ১৬। গত বছর জানুয়ারিতে এই জায়গায় পৌঁছন সিরাজ। শীর্ষে আছেন যথারীতি জসপ্রীত বুমরাহই। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৯। ৩ ম্যাচে ১৪ উইকেট শিকার করা প্রসিদ্ধ কৃষ্ণাও পেয়েছেন কেরিয়ারসেরা ৩৬৮ পয়েন্ট। টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে তিনি এগিয়ে ২৫ ধাপ উঠে গেছেন ৫৯ নম্বরে। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ও জশ টাঙও কেরিয়ারের সেরা স্থানে উঠে এসেছেন। অ্যাটকিনসন প্রথম ১০-এ ঢুকে পড়েছেন। টাঙ ১৪ ধাপ এগিয়ে আপাতত টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে রয়েছেন। টেস্টে ব্যাটিংয়ে ৩ ধাপ উন্নতি করে যশস্বী জয়সওয়াল রয়েছেন ৫ নম্বরে। প্রথম দশে যশস্বী ছাড়া একমাত্র ভারতীয় ব্যাটার ঋষভ পন্থ। পায়ের চোটের জন্য শেষ টেস্ট খেলতে না পারায় একধাপ নেমে আট নম্বরে পন্থ। ব্যাট হাতে বড় রান দেখা গেছে ভারত-ইংল্যান্ড সিরিজে। টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন জো রুট। যদিও ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে ধরা হয়েছে ৩১ জুলাই পর্যন্ত। ফলে, তাতে ওভাল টেস্টের হিসেব ধরা হয়নি। ৪৮১ রান করে সিরিজসেরা হওয়া ব্রিটিশ ব্যাটার হ্যারি ব্রুক এক ধাপ এগিয়ে এখন দ্বিতীয়। ভারত-ইংল্যান্ড সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক (৭৫৪) ভারতীয় অধিনায়ক শুভমন গিল যদিও শেষ ব়্যাঙ্কিং অনুযায়ী টেস্টে ৪ ধাপ পিছিয়ে ১৩তম ব্যাটার হয়েছেন। অন্যদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ব়্যাঙ্কিং শীর্ষে নিজের স্থান ধরে রেখেছেন। তিলক বর্মা রয়েছেন তিনে, অধিনায়ক সূর্যকুমার যাদব ছয়ে।