রঞ্জিতে ম্যাচের সেরা! নির্বাচকদের বল হাতেই ‘যোগ্য জবাব’ শামির, উত্তরাখণ্ডকে হারাল বাংলা

ঘরোয়া ক্রিকেটে দুরন্ত মহম্মদ শামি! দাপটের সঙ্গে জয় বাংলার। সৌরভ জমানায় ঘরের মাঠে জয় দিয়েই রঞ্জি অভিযান শুরু করল লক্ষ্মীরতম শুক্লার বাংলা দল। ইডেনে ৮ উইকেটে উত্তরাখণ্ডের বিরুদ্ধে জয় পেল অভিমন্যু ঈশ্বরণরা। দু’ইনিংসে ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন জাতীয় দলে ব্রাত্য থাকা মহম্মদ শামি। যার মধ্যে প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে চারটি। চারদিনের ম্যাচে বাংলা দল টসে জিতে প্রথম ব্যাট করতে পাঠায় উত্তরাখণ্ডকে। তাতে প্রথম ইনিংসে তারা তোলে ২১৩ রান। জবাবে বাংলা প্রথম ইনিংসে করে ৩২৩ রান। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন সুদীপ চট্টোপাধ্যায়।সুদীপ চট্টোপাধ্যায় করেন ৯৮ রান। সুমন্ত গুপ্ত ৮২ করেন। উত্তরাখণ্ড দ্বিতীয় ইনিংসে তোলে ২৬৫ রান। তৃতীয় ইনিংসে ২৬৫ করে পাহাড়ি রাজ্যের দল। এবার চার উইকেট নেন শামি। ঈশান পান জোড়া উইকেট। চতুর্থ ইনিংসে বাংলাকে ১৫৬ রান তাড়া করে জিততো। আগের ইনিংসে গোল্ডেন ডাক করা অধিনায়ক ঈশ্বরন এবার দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করেন।৮২ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন তিনি। সুদীপ কুমার ঘরামি ৪৭ বলে ৪৬ করেন।
শনিবার বাকি আট উইকেট নিয়ে উত্তরাখণ্ড দুটো সেশন খেলে দিলে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু শামির দৌলতে তা হয়নি। শনিবার ১৯.৪ ওভারে বাকি আট উইকেট হারায় উত্তরাখণ্ড। অন্যদিকে ২ উইকেট হারিয়ে ২৯.৩ ওভারে সেই লক্ষ্যপূরণ করে বাংলা। । উত্তরাখণ্ডকে হারিয়ে ৬ পয়েন্ট ঘরে তুলল বাংলা।
এই ম্যাচে ফোকাসে ছিল মহম্মদ শামির পারফরম্যান্স। তাতে যেন জাতীয় নির্বাচকদের মুখের ওপরই বল হাতে জবাব দিলেন এই ভারতীয় পেসার।এর আগেই জাতীয় দলে ডাক না পাওয়া নিয়ে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন নির্বাচকদের বিরুদ্ধে। রঞ্জিতে ২ ইনিংস মিলিয়ে ৪০ ওভারের বেশি বল করেন শামি। ২ ইনিংসেই প্রত্যেক স্পেলে ৩-৪ ওভার বল করেন। ম্যাচ শেষে সিএবি সভাপতি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মহ শামির প্রসঙ্গে বলেন, শামি একজন অন্যতম সেরা বোলার। শামিকে বেশ ছন্দেই লেগেছে। যদিও ম্যাচের সেরা হওয়ার পর শামি নিজে মুখ খুলতে চাননি।