কলকাতা লিগে ছিটকেই গেল মোহনবাগান, সুপার সিক্সে উঠতে ব্যর্থই সবুজ মেরুন
স্পোর্টস ডেস্ক: নটে গাছটি মুড়লো। মোহনবাগানের কলকাতা লিগে সুপার সিক্সের খেলার আশা কার্যত শেষই হয়ে গেল। মঙ্গলবার সুরুচি সংঘ ও কাস্টমস নিজেদের ম্যাচ জেতায় গ্রুপ’এ তে প্রথম তিন দলের মধ্যে মোহনবাগান আর কোনওভাবেই থাকতে পারছেনা। মেসারার্সের বিরুদ্ধে স্থগিত ম্যাচে মোহনবাগান ৩ পয়েন্ট পেলেও, তাদের পক্ষে সুপার সিক্সে পৌঁছনোর সম্ভাবনা নেই। মোহনবাগান এই মুহূর্তে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে। গ্রুপ-এ তে ইস্টবেঙ্গল ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সুরুচি সংঘের সমসংখ্যক ম্যাচে পয়েন্ট ২২। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে কাস্টমস গোল পার্থক্যে রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছে পুলিশ এসি।
তাদেরও পয়েন্ট মোহনবাগানের চেয়ে বেশি। ১১ ম্যাচে ২১ পয়েন্ট। এই পরিস্থিতিতে মোহনবাগান যদি মেসারার্সের বিরুদ্ধে ম্যাচ জেতেও তাহলে পয়েন্ট দাঁড়াবে ১১ ম্যাচে ২০। তাই গ্রুপের প্রথম তিন দলে থাকার সুযোগ থাকছেনা সবুজ মেরুন দলের। প্রসঙ্গত, গত ১৩ অগাস্ট মেসারার্সের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান দল নামায়নি। ডুরান্ড কাপে খেলার জন্যে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল বলে মোহনবাগান জানিয়েছিল। নৈহাটি স্টেডিয়ামে ওইদিন সূচি মেনেই আইএফএ ম্যাচ আয়োজন করেছিল। মেসারার্স মাঠে নামে। মোহনবাগান ও মেসারার্স এর এই স্থগিত ম্যাচটাকে নিয়ে আইএফএ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। মোহনবাগান ১০ ম্যাচে ৫ জয় পেয়েছে, ২ ড্র করেছে আর ৩ ম্যাচ হেরেছে। অন্যদিকে বি গ্রুপে প্রথম তিন দল হল ইউনাইটেড স্পোর্টস, ইউনাইটেড কলকাতা ও ডায়মন্ড হারবার এফসি।
মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ডায়মন্ড হারবার এফসি ২-০ গোলে খিদিরপুর ক্লাবকে হারিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার এফসির দিলীপ ওরাও ও সাইরুত কিমা গোল করেছেন। ব্যারাকপুর স্টেডিয়ামে সুরুচি সংঘ ৩-০ গোলে জর্জ টেলিগ্রাফকে পরাজিত করেছে। শেখ গোলাপ, তপন হালদার, কুন্তল পাখিরা গোল করেছেন। চুঁচুড়ায় শ্রীভূমি এফসি ও রেনবো এসির খেলাটি ১-১ গোলে শেষ হয়েছে। আর কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস ২-১ কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারিয়ে দিয়েছে।