শহরে এসেই খেলতে মুখিয়ে পেত্রাতস, মোলিনা জন্মদিনের উপহারে জয় চান
স্পোর্টস ডেস্ক: সময় নষ্ট করার সময় নেই। বৃহস্পতিবার গভীর রাতেই শহরে এসেছেন দিমিত্রি পেত্রাতস। এরপর শুক্রবারই সবুজ মেরুন জার্সিতে বল পায়ে নেমে পড়লেন মাঠে। মোহনবাগানও দ্রুত ডুরান্ডের জন্য দিমিত্রির নাম রেজিস্ট্রেশন করিয়ে ফেলল। শুধু দিমিত্রিই নয়, সদ্য শহরে আসা আরও দুই বিদেশি জেসন কামিন্স ও জেমি ম্যাকলারেনের নামও ডুরান্ড কাপের জন্য নথিভুক্ত করাল মোহনবাগান সুপারজায়ান্টস। এরমধ্যেই ডুরান্ডে দুটি ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান। দুটিতেই এসেছে জয়।
প্রথম ম্যাচ মহমেডান ও দ্বিতীয় ম্যাচ বিএসএফ। তবে এরপরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি মোহনবাগানের। কারণ, তাদের গ্রুপে গোল ব্যবধানে এগিয়ে জায়মন্ড হারবার এফসি। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধেই খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। জিতলে, সরাসরি কোয়ার্টারের ছাড়পত্র পেয়ে যাবে। ডায়মন্ডের বিরুদ্ধে নামার আগে অবশ্য চোট সমস্যা বেশ ভাবাচ্ছে মোহনবাগান থিঙ্কট্যাঙ্ককে। কিছুদিন আগেই, অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার আপুইয়াকে। চোট পেলেন এ বার কিয়ান নাসিরিও। এছাড়াও পরপর দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায়, ডায়মন্ড হারবার ম্যাচে নেই বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। তবে ভরসা দিচ্ছেন দুরন্ত ছন্দে থাকা লিস্টন কোলাসো।
এরই মধ্যে তিনটি গোল করে ফেলেছেন। পাশাপাশি রয়েছে দু’টি অ্যাসিস্ট। শুক্রবার মোহনবাগানের অনুশীলনে দিমিকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা। মাঠে নেমে সতীর্থদের সঙ্গে হালকা গা ঘামালেন দিমি। এরপর বল নিয়েও বেশ খানিকক্ষণ অনুশীলন করলেন তিনি। এদিন ছিল আবার হেডস্যার হোসে মোলিনার জন্মদিন। মাঠেই অনুশীলনের মাঝে হয় কেক কাটা। কে খেলবেন, কে খেলবেন না, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি মোহনবাগান কোচ। মোলিনা বলেন, ‘বিকল্প আমাদের অনেক আছে৷ এখনই কিছু বলব না৷ একটা জিনিস বলতে পারি আমরা মোহনবাগান৷ চোট-আঘাত সমস্যা থাকলেও অজুহাত দেব না৷ ভালো খেলোয়াড় দলে রয়েছে তাই ভালো দলই মাঠে নামবে।’