ক্যাপ্টেন কুল! প্রথমে বাতিল হলেও নিজের নামেই ট্রেডমার্ক করে ফেললেন ধোনি
স্পোর্টস ডেস্ক: তিনি মহেন্দ্র সিং ধোনি। মাহি। তিনিই এমএস। তবে ভক্তরা তাঁর নাম দিয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’। চাপের মুখে যে হিমশীতল থাকেন তিনি, তাঁর মস্তিষ্ক। ভক্তদের এই নামটাই বেশ পছন্দ হয়েছে ধোনির। তিনি চান না আর কেউ হোক এই ক্যাপ্টেন কুল। চাইছেন ‘ক্যাপ্টেন কুল’ হয়ে যাক তাঁর ট্রেডমার্ক। ক্রীড়া প্রশিক্ষণ, কোচিং পরিষেবা এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ‘ক্যাপ্টেন কুল’ ব্যবহারের একচেটিয়া অধিকার চান ধোনি।
সে’কারণে ট্রেড মার্কস রেজিস্ট্রি পোর্টাল অনুসারে আবেদনটি গৃহীত হয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। ট্রেডমার্কটি ১৬ জুন, ২০২৫ তারিখে অফিসিয়াল ট্রেডমার্ক জার্নালে প্রকাশিত হয়েছিল। তাতে এই নামের প্রতি এতদিন কোনও নিয়ন্ত্রণ ছিল না ধোনির ৷ অবশেষে সেই নামে তাঁর কব্জা নিয়ন্ত্রণ করলেন জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে এত সহজে ‘ক্যাপ্টেন কুল’-এর জন্য আবেদন করতে পারেননি ধোনি। তাঁর টিম যখন প্রথমবার ট্রেডমার্কের জন্য আবেদন করে তখন সেটা ১১(১) ধারা অনুযায়ী বাতিল হয়ে যায়। যুক্তি ছিল, ক্যাপ্টেন কুল শব্দটা রেকর্ড আগে থেকেই ছিল, ফলে এটা নিয়ে মানুষের মধ্যে দ্বিধা তৈরি হতে পারে।
এর পর ধোনির লিগ্যাল টিম ফের আবেদন করে। ধোনির আইনজীবী দল যুক্তি দেয়, ‘ক্যাপ্টেন কুল’—নামটি সরাসরি ধোনির সঙ্গে সম্পর্কযুক্ত। এই নাম ভক্ত থেকে সংবাদমাধ্যমে ধোনির সঙ্গে অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছে এবং সেটা ধোনির পরিচিতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলেও দাবি করেন তাঁরা। শেষ পর্যন্ত ধোনির আইনজীবীদের এই দাবিতে সিলমোহর পড়ে। ক্রিকেটজীবনের শেষ প্রান্তে চলে আসা ধোনি হয়তো ব্যবসায়িক জগতেও নিজের নির্দিষ্ট পরিচিতি তৈরি করতে চাইছেন। আর সে’কারণেই ‘ক্যাপ্টেন কুল’ ইমেজের ব্যবহারটাও করতে চান নিজের মতো করেই। উল্লেখ্য, দিনকয়েক আগেই ‘আইসিসি হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷