মেয়েকে নিয়ে আলাদা থাকতেন, মৃত্যুর খবর পেয়েও শেষ দেখা দেখতে আসেননি মুকুলের স্ত্রী শিল্পা দেব
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মাত্র ৫৪ বছরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। জানা যায়, শেষ সময়ে নাকি গ্রাস করেছিল মানসিক অবসাদ। বাবা-মায়ের মৃত্যুর পর বাড়ি থেকে বেরোনো তো দূরঅস্ত, কারও সঙ্গে দেখাও নাকি করতেন না অভিনেতা। বিয়ে করেছিলেন এক সময়ে। যদিও তা চিরস্থায়ী হয়নি। কন্যাকে নিয়ে আলাদাই থাকতেন নাকি স্ত্রী। এমনকি মুকুলের মৃত্যুর খবর পেয়েও শেষ দেখা দেখতে আসেননি তিনি। কেন বিচ্ছেদ হয়েছিল তাঁদের?
মুকুলের স্ত্রী শিল্পা অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন। অভিনেতা নিজে জনপ্রিয় হলেও নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন তিনি। জানা যায়, একাধিক কারণে স্ত্রী শিল্পার সঙ্গে মতবিরোধ লেগেই থাকত তাঁর। ২০০৪ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন মুকুল এবং তাঁর স্ত্রী। ২০০৫ সালে মেয়ে সিয়াকে নিয়ে স্থায়ী ভাবে দিল্লি চলে যান শিল্পা। আর ফেরেননি। সেই সময়ে কন্যা সিয়ার বয়স ছিল মাত্র দুই।

তারপর থেকেই একা থাকতে শুরু করেন প্রয়াত অভিনেতা। মেয়ের সঙ্গে যোগাযোগ থাকলেও একসঙ্গে না থাকার আক্ষেপটাই পুষে রেখেছিলেন মনে। একাধিক রিপোর্ট দাবি করছে, ভাই রাহুল দেবের দেখাশোনাতেই বেঁচে ছিলেন মুকুল। কী কারণে স্ত্রীর সঙ্গে মুকুলের বিচ্ছেদ হয়েছিল, তা আজও অধরা।