বৃষ্টিতে ভিজে দীপিকার সঙ্গে প্রেম! নিয়েই প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রী, তাঁর প্রথম প্রেমিককে চেনেন?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী। তাঁর অভিনয় জীবন নিয়ে চর্চা তো আছেই, বারবার আলোচনায় উঠেছে এসেছে ব্যক্তিগত জীবনের উপাখ্যানও। তিনি অভিনেত্রী দীপিকা পাডুকোন। মহেন্দ্র সিং ধোনি থেকে যুবরাজ সিং, দীপিকার প্রেমপর্ব কারও কাছেই অজানা নয়। সেই তালিকায় রণবীর কাপুর এবং বিজয় মালিয়া-পুত্র সিদ্ধার্থ মালিয়ার নাম হামেশাই চর্চিত। অভিনেত্রী অবশ্য এখন বিয়ে করে ঘোরতর সংসারী। রণবীর সিং এবং তাঁর কোলে এসেছে তাঁদের কন্যা দুয়া সিং পাডুকোন।
এমনই সময় আবির্ভাব হলেন অভিনেত্রীর আরও এক প্রেমিক! তিনি আবার দীপিকার মুম্বইয়ের প্রথম প্রেমিক। শোনা যায়, দীপিকা নিজেই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তাঁকে। যদিও এখন সে সব অতীত। কিন্তু কে এই প্রেমিক?
তিনি মুজ্জামিল ইব্রাহিম। একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিয়ো এবং মডেলিং দুনিয়ার জনপ্রিয় মুখ তিনি। কাজ করেছেন একাধিক ধারাবাহিকেও। তিনি বলেন, “দীপিকাকে প্রথম থেকেই সকলে চিনত। কারণ ও প্রকাশ পাড়ুকোনের মেয়ে। ওকে খুব বেশি নিজেকে চেনাতে হয়েছে, তেমন নয়। বছর দুয়েক সম্পর্কে ছিলাম। ওই আমাকে প্রেমের প্রস্তাব দেয়। মুম্বইয়ের বর্ষায় ভিজে আমরা প্রেম করেছি। ওর সঙ্গে অটোয় চেপে প্রেম করেছি। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো দারুণ ছিল। এখন ও অনেক সফল। আমি ঠিক তার উল্টো। টিভিতে দেখি, ভাল লাগে। মনে পড়ে ফেলা আসা দিনগুলো।” যদিও তিনি এও জানেন, রণবীরের সঙ্গে বিয়ের আগে পর্যন্ত যোগাযোগ ছিল অভিনেত্রীর সঙ্গে।