দিলজিতের প্রসঙ্গে ‘জুমলা পার্টি’কে খোঁচা! বিতর্কে পড়েও নিজের অবস্থান বোঝালেন নাসিরুদ্দিন শাহ
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘সর্দারজি ৩’ ছবি নিয়ে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে অভিনয় করা নিয়েই বিপত্তি। পহেলগাঁও-কাণ্ডের পর বদলেছে ভারত এবং পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক। তার জেরেই বিপাকে পড়তে হয়েছে পাঞ্জাবি গায়ককে।
এমন পরিস্থিতিতে নাসিরুদ্দিন শাহ সর্বসমক্ষে লিখেছিলেন, ‘আমি দিলজিতের পাশে আছি।’ শুধু তাই নয়, সমালোচকদেরও একহাত নেন তিনি। অভিনেতা লেখেন, “‘জুমলা পার্টি’র লোকজন অপেক্ষা করেছিল ওকে আক্রমণ করার জন্য। ওই দলের লোকেরা ভাবছে, অবশেষে দিলজিৎকে আক্রমণ করার মতো কিছু একটা পাওয়া গিয়েছে।”
তারপরেই কটাক্ষের বাণ ঘুরে যায় বর্ষীয়ান অভিনেতার দিকে। সমাজমাধ্যমে লেখালিখি শুরু হয়, বিতর্কের মুখে পড়ে নাকি পোস্টই ডিলিট করে দিয়েছেন তিনি। দিন ঘুরতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন নাসিরুদ্দিন। ফেসবুকে আবার লিখলেন, ‘কটাক্ষের পরোয়া করি না। আমি দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে কোনও পোস্ট ডিলিট করিনি।’
এর আগের সেই বিতর্কিত পোস্টে তিনি লিখেছিলেন, ‘প্রথমত, ছবিতে কে অভিনয় করবেন, তার দায় দিলজিতের নয়। ওটা পরিচালকের দায়িত্ব। কিন্তু পরিচালককে কেউ চেনেই না। দিলজিৎ বিশ্ববিখ্যাত বলে সবাই ওকে আক্রমণ করছে। দিলজিতের মনে বিষ নেই, ছবির অভিনেতাদের নিয়ে ও আগে থেকে কিছু ভাবেনি।’ এমনকি তিনি এও জানান, পাকিস্তানে তাঁর আত্মীয়েরা রয়েছেন। তিনি লেখেন, “এই গুন্ডাদের একটাই উদ্দেশ্য। ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যক্তিগত যোগাযোগটাও যেন বন্ধ হয়ে যায়। পাকিস্তানে আমারও ঘনিষ্ঠ আত্মীয়েরা রয়েছেন। ওঁদের সঙ্গে আমার যোগাযোগ কেউ বন্ধ করতে পারবে না। আর এই সব শুনে যারা আমাকে বলবে, ‘পাকিস্তানে যান’, তাদের আমি বলব, ‘আপনারা কৈলাসে যান’।”