এক বর্শায় দুই পাখি! প্যারিসে ওয়েবারকে টপকে ডায়মন্ড খেতাব নীরজের
স্পোর্টস ডেস্ক: মধুর প্রতিশোধ নীরজ চোপড়ার। গত মাসেই দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি পেরিয়েছিলেন ভারতের সোনার ছেলে। কিন্তু সোনা আসেনি। চ্যাম্পিয়ন হয়েছিলেন জুলিয়ান ওয়েবার। সেই আফশোস ছিলই। আরও একটা হতাশা ছিলই। প্যারিস অলিম্পিকে পদক এলেও সোনা জিততে পারেননি। এবার এক ঢিলে যেন দুই পাখি মারলেন ভারতের সোনার ছেলে।
সেই ওয়েবারকে হারিয়েই প্যারিস ডায়মন্ড লিগে সেরার খেতাব জিতে নিলেন ভারতীয় জ্যাভলিন তারকা। তিনি সর্বোচ্চ জ্যাভলিন ছোড়েন ৮৮.১৬ মিটার। জুলিয়ান ওয়েবার ছোড়েন ৮৭.৮৮ মিটার। ৮৬.৬২ মিটার ছুড়ে তৃতীয় হন ব্রাজিলের মরিসিও লুইস দা সিলভা। প্রথম প্রচেষ্টায় ৮৮.১৬ মিটার জ্যাভেলিন ছুড়ে শুরু থেকেই এক নম্বরে ছিলেন নীরজ। ভারতীয় তারকার দ্বিতীয় থ্রোটি ছিল ৮৫.১০ মিটারের। এরপর তাঁর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রচেষ্টা বাতিল হয়। দোহা ডায়মন্ড লিগে রুপো পাওয়ার পর প্যারিসে সোনা জিততে মরিয়া ছিলেন নীরজ। তিনি চলতি মরসুমে প্রথম বড় প্রতিযোগিতায় জয় পেলেন। প্যারিসে সোনা জিতে খুশি নীরজ। তবে এখানেও ৯০ মিটার থ্রো করতে পারলে এই ভারতীয় অ্যাথলিট আরও খুশি হতেন।
আট বছর পর প্যারিস ডায়মন্ড লিগে যোগ দিয়েই সাফল্য পেলেন নীরজ। এর আগে তিনি ২০১৭ সালে শেষবার প্যারিস ডায়মন্ড লিগে যোগ দিয়েছিলেন। সেবার তিনি জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এই প্রতিযোগিতায় যোগ দিয়ে পঞ্চম স্থানে শেষ করেন। সোনা জয়ের পর নীরজ বলেন,‘এই পারফরম্যান্স অবশ্যই তৃপ্তির।’ শেষবার লুসান্নেতে ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ। এরপর নীরজকে তাঁর নামাঙ্কিত নীরজ চোপড়া ক্লাসিকসে দেখা যাবে। ৫ জুলাই এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।