৭ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে খালি হাতে ফিরলেন! হতাশায় মুখ ঢাকলেন নীরজ!
স্পোর্টস ডেস্ক: সবার দিন সমান যায় না। নীরজ চোপড়ারও যায়নি। তবে এতটা খারাপ দিন আসবে, তাও বোধহয় ভাবেননি। টোকিও অলিম্পিকে যে ন্যাশনাল স্টেডিয়ামে সোনা ঘরে এনেছিলেন নীরজ, সেই স্টেডিয়ামেই শূন্য হাতে ফিরলেন ভারতের সোনার ছেলে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন নীরজ। বিশ্বচ্যাম্পিয়নশিপে ২০১৮ সালের পর এই প্রথমবার নীরজ পুরুষদের জ্যাভেলিনে পদক জিততে ব্যর্থ হলেন। টানা ২৬টি প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় স্থানে থেকেছেন তিনি। টোকিও অলিম্পিকে সোনা, প্যারিস অলিম্পিকে রুপো, বুদাপেস্টে বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনা- সব মিলিয়ে নীরজ ছিলেন ভারতের অন্যতম বড় ভরসা।
স্বাভাবিকভাবেই, ভারতের সেরা জ্যাভলিন থ্রোয়ার, টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতবেন বলে আশা তৈরি হয়েছিল। কিন্তু পদক জয়ের ধারেকাছেই পৌঁছতে পারলেন না নীরজ। তিনি অষ্টম স্থানে লড়াই শেষ করলেন। পঞ্চম রাউন্ডে ছিটকে যান নীরজ। তাঁর সেরা থ্রো ৮৪.০৩ মিটারের। প্রথম রাউন্ডে এই থ্রো করেন নীরজ। এরপর তিনি ৮৩.৬৫ মিটার, ৮৪.০৩ মিটারের থ্রো করেন। চতুর্থ রাউন্ডে তাঁর থ্রো বাতিল হয়। পঞ্চম রাউন্ডে ৮২.৮৬ মিটার থ্রো করে ছিটকে যান নীরজ।
প্রতিযোগিতার সময় এক পর্যায়ে ফলো থ্রোতে নীরজ হাঁটু গেড়ে বসে পড়েন। তাঁকে রেগে যেতে এবং নিজের প্রতি হতাশায় চিৎকার করতে দেখা যায়। প্যারিস অলিম্পিকে সোনাজয়ী পাক জ্যাভলার আরশাদ নাদিম আগেই দশম হয়ে ছিটকে গিয়েছিলেন। নীরজ ব্যর্থ হলেও, লড়াই করলেন ভারতের অপর এক অ্যাথলিট সচিন যাদব। তিনি অল্পের জন্য পদক হারালেন। চতুর্থ স্থানে লড়াই শেষ করলেন সচিন। শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হলেন ত্রিনিদাদ ও টোবাগোর কেশর্ন ওয়ালকট। মাত্র ১৯ বছর বয়সে লন্ডন অলিম্পিকে সোনা জেতা ওয়ালকট ১২ বছর পর আবার সেরা হয়ে ফিরলেন। তাঁর থ্রো ছিল ৮৮.১৬ মিটার। রুপো জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (৮৭.৩৮ মিটার), আর ব্রোঞ্জ জিতেছেন আমেরিকার কার্টিস থম্পসন (৮৬.৬৭ মিটার)।
