এশিয়া কাপে জার্সিতে নেই স্পনসর! দরপত্রে বোর্ডের ব্ল্যাকলিস্টে একাধিক সংস্থা

0

স্পোর্টস ডেস্ক: যেখানে ভারতীয় দলকে স্পনসর করার জন্য মুখিয়ে একাধিক সংস্থা, তখন আইনি প্যাঁচেই জার্সি স্পনসর ছাড়াই এশিয়া কাপে খেলতে নামতে হবে সূর্যকুমার. শুভমনদের। ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি ভাঙতে হয়েছে বিসিসিআইকে। এরপর এত দ্রুত নতুন স্পনসরও নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এবার একেবারে দেখেশুনেই পা ফেলতে চায় বিসিসিআই। তাই নতুন স্পনসর পেতে আরও বেশি সময় লাগছে। মঙ্গলবারই এই স্পনসরশিপের জন্য দরপত্র আহ্বান করেছে বিসিসিআই। সেখানে বলা হয়েছে, আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অফেরতযোগ্য ৫ লাখ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। বিদেশি প্রতিষ্ঠানগুলোকে আবেদনপত্র নিতে চাইলে দিতে হবে ৫৬৭৫ ডলার।

১৬ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে বিড ডকুমেন্টস। তবে বোর্ড স্পষ্ট জানিয়েছে, আইইওআই, ‘ইনভাইটেশন অব এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ কেনা মানেই বিড করার অধিকার পাওয়া নয়। শুধুমাত্র যোগ্যতা যাচাইয়ের পরেই কোনও সংস্থা আসল বিডে অংশ নিতে পারবে। একই সঙ্গে বিসিসিআই জানিয়ে দিয়েছে, প্রয়োজন মনে করলে যে কোনও সময় এই পুরো প্রক্রিয়া বাতিল বা পরিবর্তন করার অধিকার তাদের আছে। এদিকে এশিয়া কাপ শুরু হয়ে যাবে ৯ সেপ্টেম্বর। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে পরের দিন ১০ সেপ্টেম্বর। তাই সূর্যকুমারের দলের জার্সিতে মূল লোগো দেখার সম্ভাবনা রইল না। তবে টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর প্রথম ৭ দিন ভারতের জার্সিতে স্পনসর না থাকলেও পরের ১১ দিন দেখা যেতে পারে নতুন স্পনসর।

এ বার স্পনসর নির্বাচনে বিসিসিআই এবার স্পষ্ট জানিয়েছে, মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, বাজি বা জুয়ার সাইট, ক্রিপ্টোকারেন্সি (ভার্চুয়াল মুদ্রা), অনলাইন মানি গেমিং, তামাকজাত পণ্য কিংবা জনসমাজের নৈতিকতাকে আঘাত করতে পারে (যেমন—পর্নোগ্রাফি), এমন কোনো প্রতিষ্ঠান আবেদন করতে পারবে না। দশ তালিকা পরিষ্কার জানিয়েছে বিসিসিআই, যারা কোনওভাবেই যাতে আবেদন না করতে পারে। তারমধ্যে রয়েছে অনলাইন গেমিং, বেটিং বা জুয়ার সঙ্গে যুক্ত সংস্থা, ক্রিপ্টো ট্রেডিং ব্যবসায় জড়িত সংস্থা,মদ প্রস্তুতকারী সংস্থা, তামাকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা, পর্নোগ্রাফিতে যুক্ত সংস্থা, স্পোর্টসওয়্যার প্রস্তুতকারক সংস্থা, ব্যাঙ্ক ও ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়া সংস্থা, নন-অ্যালকোহলিক কোল্ড ড্রিঙ্কসের সংস্থা, পাখা, মিক্সার গ্রাইন্ডার এবং তালা প্রস্তুতকারক সংস্থা ও বীমা সংস্থা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *