বিরাট-রোহিত-বাবররা নেই, টিকিটের কাড়াকাড়িও নেই ভারত-পাক ম্যাচে

0

স্পোর্টস ডেস্ক: এ যেন অদ্ভুত ছবি! ভারত-পাকিস্তান ২২ গজে মুখোমুখি হবে, অথচ তার ক্রেজই নেই। দু’দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় যখন এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বরের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে চর্চা তুঙ্গে, তখন টিকিটের চাহিদা নাকি তলানিতে। না আছে কাড়াকাড়ি, না আছে দর্শকদের হাপিত্যেস! এ ছবি সত্যি বিরল! এরমধ্যেই আবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের জন্য পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করা হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টে। যদিও সে আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য ‘এটা শুধুই একটা ম্যাচ, এটা হতে দিন।’

১৪ সেপ্টেম্বর দুবাইতে নির্ধারিত ম্যাচটি নিয়ে আইনের ছাত্রী উর্বশী জৈন ও আরও তিনজন পড়ুয়া সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।পিটিশনে দাবি করা হয়, গত এপ্রিলে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গিদের হামলার সেই ভয়াবহ ঘটনা ও ‘অপারেশন সিঁদুর’–এর পর ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়াটা একটু দ্রুতই হয়ে যা্চ্ছে। আর তাতে জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয় এবং ভারতের সাধারণ নাগরিক থেকে সৈন্যদের আত্মদানকেও উপেক্ষা করা হয়’। বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিজয় বিষ্ণোইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চে বলা হয়, ‘এতে এত তাড়াহুড়ো কেন? এটি নিছকই একটি ম্যাচ। খেলা খেলার মতোই চলুক। এই রবিবার খেলা? আমরা কি করতে পারি? খেলা হতে দিন।’

টালবাহানা শেষে খেলা তো হবেই, কিন্তু টিকিট বিক্রির এমন হাল কেন? এ বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত–পাকিস্তান ম্যাচ হয়েছিল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ২৫ হাজার টিকিট বিক্রি হতে সময় লেগেছিল মাত্র এক ঘণ্টা। এরমধ্যেই হল কী! উঠে এসেছে অনেকগুলো কারণ। অস্বাভাবিক টিকিটের দাম, প্যাকেজ টিকিট কেনা বাধ্যতামূলক করে দেওয়া যেমন উঠে এসেছে, তেমনই অনেকে মনে করছেন বিরাট কোহলি, রোহিত শর্মা অন্যদিকে বাবর আজমদের না থাকাটাও বড় ফ্যাক্টর হয়ে গেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *