নবাগত অহন-অনীত নন, পর্দার জুটি বাঁধতেন বাস্তবের দুই ‘সাইয়ারা’রাই!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

বক্সঅফিসে একের পর এক রেকর্ড ব্রেক, এই মুহূর্তে নতুন প্রজন্ম বুঁদ ‘সাইয়ারা’তে। অভিনয় এবং রসায়নের দিক থেকে নবাগত অহন পাণ্ডে এবং অনীত পদ্দার জুটি দাগ কাটতে পেরেছে দর্শকমনে। তবে জানেন কি, নবাগত এই দুই নায়ক-নায়িকা নন, পর্দার ‘সাইয়ারা’ হওয়ার কথা ছিল বাস্তবের দুই ‘লাভ বার্ডস’-এর? কাদের কথা বলা হচ্ছে এখানে?

বলিউডের ‘পাওয়ার কপল’ তাঁরা। সদ্যই দুই থেকে তিন হয়েছেন। কোলে এসেছে ছোট্ট সদস্য। হ্যাঁ, কথা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়ারা আডাবানিকে নিয়ে। ‘সাইয়ারা’ জুটি হিসেবে তাঁরাই ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দ। তবে কী কারণে বদল ঘটেছিল কাস্টিংয়ে?

সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন ছবির পরিচালক মোহিত সুরি। তিনি এই ছবিটি করতে চেয়েছিলেন প্রতিষ্ঠিত কোনও তারকাজুটিকে নিয়ে। যদিও তাতে সহমত ছিল না আদিত্য চোপড়ার।

আদিত্যর মতে, ‘সাইয়ারা’ তরুণ প্রজন্মের প্রেমের গল্প বলে। কাজেই এই ছবি তখনই বক্সঅফিস সাফল্য পাবে যদি ছবির মুখ্যচরিত্রেও দু’জন নবাগত এবং নতুন প্রজন্মের নায়ক-নায়িকার মুখ থাকে। অনেক ভাবনাচিন্তার পরে পরিচালক মোহিত যখন তরুণ কোনও জুটিকে নিয়ে ছবি পরিচালনার কথা জানিয়েছিলেন, তৎক্ষণাৎ তাতে যুক্ত হওয়ার জন্য রাজি হয়ে যান আদিত্য।

তাঁর কথাই সত্যিই হল বটে। দুই নবাগত নায়ক, নায়িকার সমীকরণে বিভোর দর্শক। এই কাস্টিং যে দর্শকদের বেশ মনে ধরেছে তা আর বলার অপেক্ষা রাখে না। গত ১৮ জুলাই মুক্তি পেয়েছে এই ছবি। কিন্তু এখনই প্রায় ৩০০ কোটি ছুঁতে চলেছে এটি। ফহীম আবদুল্লাহ এবং অরসলান নিজামীর গাওয়া এই ছবির ‘টাইটেল ট্র্যাক’ বর্তমানে লোকমুখে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *