কোহলির অবসরে বিদায়ী বার্তায় বাদ থাকলেন না জকোভিচও

0





দু’জন দুই খেলার জগতের নক্ষত্র। দেখা হয়েছে এমন ছবি ভাইরাল না হলেও, দু’জনই যে দু’জনের খেলায় মুগ্ধ হন, একে অন্যকে বার্তা পাঠান তা অনেকবারই খবর হয়েছে।তা থেকেই তৈরি হয়েছে টান, হয়তো বন্ধুত্বও।তাই বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ায় গোটা ক্রিকেট বিশ্ব যখন বার্তা পাঠাচ্ছে, তখন তিনিই বা চুপ থাকেন কীভাবে! বিরাট কোহলিকে বার্তা পাঠালেন টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচও। ছোট্ট বার্তা। ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলির একটি ছবি দিয়ে জোকোভিচ লিখেছেন, ‘অবিশ্বাস্য ইনিংস, বিরাট কোহলি।’ বলাই বাহুল্য, দীর্ঘ টেস্ট কেরিয়ারের সাফল্যকেই এক কথায় বোঝাতে চেয়েছেন জকোভিচ। এই প্রথম নয়, ওয়ানডে ফরম্যাটে ৫০-তম সেঞ্চুরির পরেও জকোভিচ অভিনন্দন জানিয়েছিলেন কোহলিকে। এর আগে কোহলি সম্পর্কে এক সাক্ষাৎকারে সার্বিয়ান কিংবদন্তিকে নিয়ে বলতে গিয়ে কোহলি বলেছিলেন,২৪তম গ্র্যান্ড স্লাম জেতার পর অভিনন্দন জানাতে চেয়েছিলাম এই টেনিস কিংবদন্তিকে।

জকোভিচের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখতে দেখতে মনে হয়েছিল ওকে মেসেজ করে দেখি। মেসেজ করতে গিয়ে  নিজেই অবাক হয়ে যাই। কারণ, অনেক আগেই তাঁকে মেসেজ করে রেখেছেন জোকার, যা খেয়ালই করেননি কোহলি। সম্পর্কের কথাটা জানিয়েছিলেন জোকোভিচও। কোহলির অর্জনের প্রতি নিজের সম্মানের কথাও তিনি জানিয়েছেন। নিজের ক্রিকেটীয় দক্ষতা উন্নতি না করে ভারতে গিয়ে লজ্জায় পড়তে চান না বলে মজাও করেছিলেন।  দুই তারকা এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্ষেত্রে কোনও ট্রফি জয়ই বাকি রাখেননি। অর্থাৎ চার গ্র্যান্ড স্লাম ছাড়া জোকারের বাকি ছিল অলিম্পিক জেতা, সেটা তিনি গতবছর প্যারিসে জিতেছেন। কাকতালীয়ভাবে বিরাট কোহলিও আন্তর্জাতিক আইসিসি ট্রফি বলতে, টি২০ বিশ্বকাপ জেতা বাকি ছিল। যেটা তিনিও গতবছরই জিতেছেন, অলিম্পিকের কিছুদিন আগেই। সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানানো বিরাট কোহলি ভারতের হয়ে ১২৩টি ম্যাচ খেলেছেন, ৪৬.৮৫ গড়ে ৯২৩০ রান করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *