কাঠগড়ায় নুসরাত ফারিয়া, জেল হেফাজতে ঠাঁই হল খুনের চেষ্টায় অভিযুক্ত অভিনেত্রীর

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মাথায় পুলিশের হেলমেট, পরনে বুলেটপ্রুফ জ্যাকেট। এইভাবেই মহিলা পুলিশের ঘেরাটোপের মধ্যে দিয়ে আদালতে এলেন তিনি। এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া। খুনের চেষ্টায় নাম জড়িয়েছে তাঁর। আপাতত জেল হেফাজতেই ঠাঁই হল অভিনেত্রীর। সোমবার সকাল ১০টার পর কাঠগড়ায় তোলা হয় তাঁকে।

কী ভাবে কাঠগড়ায় কাটল অভিনেত্রীর ৩০ মিনিট? বাংলাদেশের সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, প্রথমে নুসরাত দেয়ালের দিকে মুখ করে ঠায় দাঁড়িয়ে ছিলেন। প্রায় দু’তিন মিনিট দেয়ালের দিকে তাকিয়ে ছিলেন অভিনেত্রী। পরে একজন আইনজীবী নুসরাতের দৃষ্টি আকর্ষণ করেন। এর পরে অভিনেত্রীকে ইশারায় কথা বলতে দেখা যায়। তখনই বিচারক সারাহ ফারজানা হক এজলাসে আসেন। কাঠগড়ায় ৩০ মিনিট রেলিং ধরে দাঁড়িয়ে ছিলেন নুসরাত।

নায়িকার আইনজীবী দাবি করেন, খুনের ওই ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। মামলার কাগজপত্রের তথ্য বলছে, গণ-অভ্যুত্থানের সময়ে গত ১৯ জুলাই ঢাকার ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক নামের এক ব্যক্তি। ৩ মে এনামুল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেন। সেই মামলায় নুসরাত ফারিয়াকেও তিনি আসামি করেন। ৩ মে অর্থাৎ ওই দিনই মামলার বয়ান রেকর্ড হয়।

শুনানির শুরুতে নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান আদালতকে বলেন, “আমার মক্কেল একজন সুপরিচিত অভিনেত্রী। অভিনয় তাঁর পেশা। তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। শুধু তাই নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নুসরাত ফারিয়া সামাজিকমাধ্যমে আন্দোলনের পক্ষেও লেখালেখি করেছিলেন, সহমর্মিতাও প্রকাশ করেছিলেন।’

আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান আদালতকে আরও বলেন, যে মামলায় নুসরাতকে আসামি করা হয়েছে, সে মামলার ঘটনার তারিখ গত বছরের ১৯ জুলাই। কিন্তু তখন তো নুসরাত দেশেই ছিলেন না। এর সপক্ষে সব প্রমাণপত্র রয়েছে বলেও জানান তিনি।

সেই সময়ে কানাডায় ছিলেন অভিনেত্রী। পেশাগত কাজ শেষে গত বছরের ১৪ আগস্ট তিনি দেশে ফেরেন বলে জানান আইনজীবী। শুধু তাই নয়, মোহাম্মদ ইফতেখার হাসান নুসরাত ফারিয়ার পাসপোর্ট ও ভিসার কাগজপত্র আদালতের কাছে জমা দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *