১৫ বছরের কুপারের হাতে এমি, গড়ল রেকর্ড জয়ের ইতিহাস, ভাষণের শেষে ‘নমস্তে’ মুহূর্ত গ্রাহামের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: লস অ্যাঞ্জেলসের পিকক থিয়েটার। আলো ঝলমলে সন্ধ্যা। ৭৭তম এমি অ্যাওয়ার্ডের মঞ্চে দাঁড়িয়ে এক কিশোরের নাম যেন লিখে দিল নতুন ইতিহাস। নামটা হল ওয়েন কুপার, বয়স মাত্র ১৫। এই কিশোরই এ বার ইতিহাস গড়েছেন সবচেয়ে কম বয়সে প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড জেতার মধ্য দিয়ে। ‘অ্যাডোলেসেন্স’ সিরিজে তার অনবদ্য অভিনয়ের জন্যই সেরা সহ-অভিনেতার পুরস্কারটি এসে পড়েছে তার হাতে। এই জয় গত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙেছে বলা চলে।
১৩ বছর বয়সী জেমি মিলার নামের এক স্কুল ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, সে তার এক সহপাঠীকে খুন করেছে। এই চরিত্রে ওয়েনের অভিনয় শুধু দর্শক নয়, বিচারকদেরও মন ছুঁয়ে গিয়েছে। পুরস্কার হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে ওয়েন বলল, “পুরো ব্যাপারটা আমার কাছে এখনও অবাস্তব লাগছে। আজকের রাত প্রমাণ করল, যদি তুমি কোনও কিছুতে মনোযোগ দাও, নিজের আরামের জায়গা ছেড়ে বেরিয়ে আসো, তুমি যা চাও জীবনে সেটাই অ্যাচিভ করতে পারবে। তিন বছর আগেও আমি কিছুই ছিলাম না। এখন আমি এই জায়গায়। নিজের উপর ভরসা রাখা প্রয়োজন। তাহলেই জীবনে সব কিছুই ঘটা সম্ভব।”
তার অভিনয়ের শুরু কয়েক বছরের বেশি নয়। ম্যানচেস্টারের ছোট্ট এক ড্রামা ক্লাস থেকে উঠে আসা ওয়েনের প্রথম বড় পর্দার কাজই তাঁকে নিয়ে এল আন্তর্জাতিক আলোচনায়। ওয়েন কৃতজ্ঞতা জনায় তার পরিবার, সহ-অভিনেতা এবং পুরো প্রোডাকশন টিমেকে। তার কথায়, “এই পুরস্কারে আমার নাম লেখা আছে ঠিকই, কিন্তু এর আসল মালিক ক্যামেরার পেছনের মানুষগুলো।”

শুধু ওয়েনই নয়, ‘অ্যাডোলেসেন্স’ সিরিজটিও এ বারের এমিতে বাজিমাত করেছে। সেরা লিমিটেড সিরিজ, সেরা পরিচালনা, সেরা লেখা এবং আরও দুটি অভিনয়ের পুরস্কার পেয়েছে সিরিজটি। যার মধ্যে একটিতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন স্টিফেন গ্রাহাম, যিনি সিরিজের সহ-নির্মাতা এবং ওয়েনের বাবার চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু শুধু ট্রফিই নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এল তাঁর আবেগঘন বক্তৃতার শেষ মুহূর্ত। স্ত্রী, সহকর্মী আর গোটা টিমকে আন্তরিক ধন্যবাদ জানানোর পর তাঁর সমাপ্তি—“নমস্তে এভরিওয়ান।” সহজ সেই ইঙ্গিতই জিতে নিল ভারতের দর্শকের হৃদয়। মুহূর্তেই উঠে দাঁড়াল গোটা হল। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ইনস্টাগ্রাম বিশেষ স্টোরিতে হৃদয়চিহ্ন আর ভিডিও শেয়ার করে তাঁর জয়ের মুহূর্ত উদ্যাপন করলেন।