ভারত-পাক সুপার ফোরেও দায়িত্বে পাইক্রফট! সাংবাদিক সম্মেলন বয়কট পাক ক্রিকেটারদের!
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের আস্ফালনই সার! এশিয়া কাপে হাত না মেলানো বিতর্কের কেন্দ্রে থাকা অ্যান্ডি পাইক্রফটকেই আবারও সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারির দায়িত্ব দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দুবাইয়ে এশিয়া কাপে সুপার ফোর পর্বের ভারত-পাকিস্তান ম্যাচে পাইক্রফটই দায়িত্ব পালন করবেন। ঘটনার সূত্রপাত ১৪ সেপ্টেম্বর, যখন ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হয়। সেই ম্যাচের টসের সময় পাইক্রফট দুই দলের অধিনায়ক সালমান আলী ও সূর্যকুমার যাদবকে হাত মেলাতে বারণ করেন। তার এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয় এবং পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) তার তাৎক্ষণিক অপসারণ দাবি করে।
এই বিতর্ক সেখানেই শেষ হয়নি। পাকিস্তানের পরের ম্যাচ ছিল সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে পাকিস্তান দল নির্ধারিত সময়ে মাঠে আসেনি। জানা যায়, আইসিসির সঙ্গে নেপথ্যে আলোচনা চলছিল এবং পাইক্রফটের সঙ্গে পাকিস্তান দলের বৈঠকের পরই তারা মাঠে নামতে রাজি হয়। এই ঘটনার পর আবারও ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন জিম্বাবোয়ের আম্পায়ার অ্যান্ডি পাইক্রফট। টিম ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, সুপার ৪ ম্যাচেও ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানিদের সঙ্গে করমর্দন করবেন না। যদিও পাইক্রফট না কে ম্যাচ রেফারি, তা ভাবতে রাজি নয় ভারত। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তাদের মনোযোগ শুধুই মাঠের খেলার দিকে।
তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা তিনটি ম্যাচ খেলেছি এবং ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখতে চাই। প্রতিবার নতুন করে শুরু করতে হবে। যে দল ভালো খেলবে তারাই জিতবে।’ এদিকে, সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন বয়কট করল পাকিস্তান। নির্ধারিত সময়ে সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে হাজির হননি কোনও তারকাই। কেন তারা সাংবাদিক সম্মেলনে হাজির থাকলেন না, তার কারণ স্পষ্ট জানায়নি। এর আগেও আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের আগে এমনটা করেছিল পাকিস্তান।
