পাকিস্তানে মঞ্চস্থ ‘রামায়ণ’! এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাড়া ফেলল নাট্যদল

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মঞ্চস্থ হল ‘রামায়ণ’। কিন্তু পাকিস্তানে! সম্প্রতি দুই দেশেই সাড়া ফেলে দিয়েছে পাকিস্তানেরই এক নাট্যদল। ‘মউজ’ নামে এই নাট্যদলটি মঞ্চস্থ করেছে ‘রামায়ণ’-এর নাট্যরূপ। এখানেই শেষ নয়। তাঁদের মঞ্চনাটকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার আরও বেশি চর্চায় এসেছে।

পাকিস্তানের সিন্ধ প্রদেশের অন্তর্গত করাচি শহরের করাচি আর্ট কাউন্সিলে নাটকটি মঞ্চস্থ করে ‘মউজ’। কিন্তু এমন সাহসী পদক্ষেপের পরেও আফসোস রাখতে চাইছেন না পরিচালক ইয়োহেশ্বর কারেরা। তিনি বলেন, “আমার কখনওই মনে হয়নি যে, এখানে ‘রামায়ণ’ করলে লোকে তা পছন্দ করবে না বা আমাকে হুমকি দেওয়া হবে। বাইরে পাকিস্তানকে অসহনশীল দেশ হিসাবেই দেখানো হয়। বরং আমার এটাই দেখানোর ছিল যে, পাকিস্তান অনেক বেশি সহনশীল একটি রাষ্ট্র।’’

বাস্তবেও যেন ধরা পড়েছে একই চিত্র। নাটকটির পরিচালনা থেকে শুরু করে সকল অভিনেতাদের অভিনয় বেশ মনে ধরেছে দর্শকদের। শিল্প ও চলচ্চিত্র সমালোচক ওমাইর আলাভি বলেন, “গল্প বলার আন্তরিকতা এবং আলোর নকশা, লাইভ সঙ্গীত পরিবেশন, সাজপোশাক, সবকিছুই অসাধারণ।”

সীতার চরিত্রে অভিনয় করেছেন নাটকটির প্রযোজক রানা কাজমি। তিনি জানান, এমন একটি প্রাচীন গাথাকে আরও জীবন্ত এবং শ্বাসরুদ্ধকর এক অভিজ্ঞতা হিসেবে তুলে ধরার এই ধারণাটি তাঁকে আকৃষ্ট করে তুলেছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *