‘অযৌক্তিক মন্তব্য’, ‘দ্য দিল্লি ফাইল্স’-এর নাম বদলকে ঘিরে শাশ্বতকে একহাত পল্লবীর
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই মুহূর্তে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবি নিয়ে চর্চা তুঙ্গে। বিতর্কও রয়েছে ঘিরে। তবে এই চর্চা-বিতর্কের মাঝে উঠে এসেছে এক বাঙালি অভিনেতার নাম। তিনি শাশ্বত চট্টোপাধ্যায়। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরে অবশ্য অভিনেতার দাবি, ছবির নাম প্রথমে ছিল ‘দিল্লি ফাইল্স’। পরে যে নামে বদল হতে পারে, তা নিয়ে কোনও ধারণাই ছিল না। এ বার এই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী তথা পরিচালক-পত্নী পল্লবী যোশী। তাঁর মতে, ছবির নাম প্রথমে রাখা হয়, ‘দ্য দিল্লি ফাইল্স: বেঙ্গল চ্যাপ্টার’। কাজেই ছবির নামেই স্পষ্ট যে এই ছবির বিষয়বস্তু হতে চলেছে বাংলাই।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে পল্লবী বলেন, “তাঁকে যখন তাঁর চরিত্রটা বোঝানো হয়েছিল, তাঁর পছন্দ হয়েছিল। আমাদের অনেকগুলো মিটিংও হয়েছে। যদি তিনি ভয়ও পেয়ে থাকেন, তা হলে শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো একজন মানুষ আরও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিক্রিয়া জানাতে পারতেন।” তিনি আরও যোগ করেন, “আমি তাঁকে অনেক সম্মান করি। কিন্তু তাঁর মতো একজন মানুষের কাছ থেকে এমন অযৌক্তিক মন্তব্য এলে খুব খারাপ লাগে।”
কিন্তু কেন ‘দ্য দিল্লি ফাইল্স: বেঙ্গল চ্যাপ্টার’ বদলে রাখা হল ‘দ্য বেঙ্গল ফাইল্স’? পল্লবী বলেন, “আমরা নিশ্চিত ছিলাম, ছবিটা দেশভাগকে কেন্দ্র করেই হবে। সেখানে ১৯৪৬ সালে নোয়াখালির সংঘর্ষ দেখানো হবে, সেটাও আমরা ঠিক করেছিলাম। গবেষণা শেষ না হওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছিলাম না। তার পরে দেখলাম যা তথ্য পাওয়া গিয়েছে, তা পুরোটাই বাংলাকে ঘিরে।” অভিনেত্রী জানান, চিত্রনাট্য লেখার পরে ছবির নাম ঠিক করা হয়— ‘দ্য দিল্লি ফাইল্স: বেঙ্গল চ্যাপ্টার’।