বয়স মাত্র ৩৪, হৃদরোগে আক্রান্ত ‘পঞ্চায়েত’-এর ‘জামাই’! হাসপাতালে ভর্তি অভিনেতা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বহু চৰ্চিত ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজে ‘ফুলেরা’র ‘জামাই’-এর চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা আসিফ খান। বয়স মাত্র ৩৪ বছর। এ বার হৃদরোগে আক্রান্ত হলেন তিনি।
দু’দিন আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার কথা অভিনেতা নিজেই জানিয়েছেন অনুরাগীদের। এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন আসিফ।
সদ্যই মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত’ সিরিজের চতুর্থ সিজন। যদিও সেখানে আসিফের দেখা না মিললেও এর আগের সিজনে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তাঁর চরিত্রের নাম ছিল ‘গণেশ’। এমনকি শুধু ‘পঞ্চায়েত’ নয়, ‘পাতাললোক’, ‘মির্জাপুর’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজের নিয়মিত দর্শক যাঁরা, তাঁদের কাছে বহু পরিচিত মুখ তিনি। সদ্যই হঠাৎ করেই অভিনেতার এমন খবরে চিন্তার ভাঁজ পড়েছে কপালে।
অন্যদিকে জীবনের এমন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেছেন অভিনেতা। ইনস্টাগ্রামে আসিফ লিখেছেন, ‘গত ৩৬ ঘণ্টায় যা দেখলাম, তাতে বুঝলাম, জীবন খুব ছোট। একটি দিনও নষ্ট করবেন না। যে কোনও মুহূর্তে সব পাল্টে যেতে পারে। যা পেয়েছেন জীবনে, যতদূর আসতে পেরেছেন, কৃতজ্ঞ থাকুন। জীবনে কে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করুন। তাঁদের প্রতি যত্নশীল হোন। জীবন একটি উপহার, আমরা ধন্য।’
তবে স্বস্তির বিষয় হল, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আসিফ বলেন, “গত কয়েক ঘণ্টায় এমন সমস্যা হয়েছে যে হাসপাতালে ভর্তি করতে হয় আমাকে। তবে এখন সুস্থ হয়ে ওঠার পথে আমি। আগের থেকে ভাল লাগছে। এত মানুষের ভালবাসা, উদ্বেগ, শুভেচ্ছা পেয়ে সত্যিই আমি ধন্য।” তাঁর সুস্থতা কামনা করেছেন সতীর্থরাও।