প্রথম সপ্তাহেই বাজিমাত ‘রাণী ভবানী’র! শীর্ষস্থান ধরে রাখতে পারল কি নায়ক ‘পরশুরাম’?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মাত্র এক সপ্তাহ হয়েছে, সম্প্রচারিত হচ্ছে রাজনন্দিনী পালের ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই এ বার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটেছে নায়িকার। আর নবাগত হয়েই ছক্কা হাঁকালেন তিনি। প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় প্রথম পাঁচে উঠে এসেছে তাঁর এই ধারাবাহিক।
যদিও তালিকার প্রথম স্থানটি এখনও কেড়ে নিতে পারেনি ‘পরশুরাম আজকের নায়ক’-এর কাছ থেকে। তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু জুটি এই সপ্তাহেও এক নম্বরে। তাঁদের প্রাপ্ত নম্বর ৭.৫। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে নেই ‘চিরসখা’ ধারাবাহিকও। আগের থেকে বেড়েছে নম্বরও। ৬.৮ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এটি। তবে যুগ্মভাবে। এই একই নম্বর নিয়ে তৃতীয় স্থানে জায়গা ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’।
অন্য দিকে চতুর্থ স্থানে রয়েছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। চলতি সপ্তাহটি তাঁদের দ্বিতীয় সপ্তাহ। প্রথম সপ্তাহের জনপ্রিয়তা এই ধারাবাহিককে পাইয়ে দিয়েছে ৬.৭। একই নম্বর পেয়ে একই স্থানে ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। পঞ্চম স্থানেও দুই ধারাবাহিক। রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ এবং ‘পরিণীতা’। উভয়রই প্রাপ্ত নম্বর ৬.২। ষষ্ঠ স্থানে ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘আমাদের দাদামণি’। সপ্তমে ‘অনুরাগের ছোঁয়া’।