পঞ্চবাণ কি মারতে পারল ‘রাঙামতী তিরন্দাজ’? কত নম্বরে ‘পরশুরাম আজকের নায়ক’?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় চমক তো লেগেই থাকে। আর সেই কারণেই প্রতি বৃহস্পতিবার সেই দিকে মুখিয়ে থাকেন সকলে। কোন ধারাবাহিক এগিয়ে গেল, কোন ধারাবাহিক পিছিয়ে পড়ল, তা জানতে উৎসুক থাকেন দর্শকেরা। তবে এ বারেও তাঁদের হতাশ করেনি ‘পরশুরাম’। তালিকার এ বারেও শীর্ষে সে। তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত এই সিরিয়ালের গল্প যে বেশ মনে ধরছে, এটাই তার প্রমাণ। দীর্ঘদিন ধরেই প্রথম স্থান ধরে রেখেছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৭.৫।
গত কয়েক সপ্তাহে খুব একটা আশানরূপ ফল করতে পারেনি ‘জগদ্ধাত্রী’। তালিকার প্রথম পাঁচে থাকলেও অনেকটাই পিছিয়ে পরেছিল এই ধারাবাহিক। এ বারে কিছুটা উন্নতি। দ্বিতীয় স্থানে আবার উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’। জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর কাহিনি এই সপ্তাহে বলেছে ৭.৪।
এ বারে তৃতীয় স্থানে নেমে এসেছে ‘ফুলকি’। গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল এই ধারাবাহিক। চলতি সপ্তাহে ফুলকির পেয়েছে ৭.২। প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিক। চতুর্থ স্থানে উঠে এসেছে ‘গৃহপ্রবেশ’। নম্বর বেড়েছে ‘চিরসখা’ ধারাবাহিকেরও। ৬.৬ নম্বর পেয়ে এটি এই সপ্তাহে পঞ্চম নম্বরে।