গলল অভিমানের বরফ! তর্ক-বিতর্ক ভুলে ‘হেরা ফেরি ৩’তে ফিরলেন ‘বাবুরাও’ পরেশ

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘বাবুরাও’ এবং ‘রাজুর’ মধ্যে খিটিমিটি লেগে থাকলেও গোটা ছবি জুড়ে বন্ধুত্ব কোনওদিনই ফিকে হতে দেয়নি তারা। বাস্তবের পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমারের চিত্রটাও কিন্তু অনেকটাই এক। ‘হেরা ফেরি ৩’ থেকে পরেশের বেরিয়ে আসা। তাঁর বিরুদ্ধে অক্ষয়ের ২৫ কোটি টাকার মামলা, সব মিলিয়ে নানা বিতর্ক সৃষ্টি হলেও তার মধ্যেও ‘বন্ধু’ পরেশের দিকে ধেয়ে আসা কটাক্ষের সঙ্গেও মোকাবিলা করতে পিছপা হননি অভিনেতা। এ বার তারই প্রতিদান দিলেন বর্ষীয়ান অভিনেতা? হ্যাঁ, খবর এমনই। সমস্ত বিতর্ক ভুলে ‘হেরা ফেরি ৩’-এ ফিরলেন পরেশ রাওয়াল। এমনকি, এই খবরে সিলমোহর বসেছে সরাসরি অভিনেতার মুখ থেকেই।

‘হেরা ফেরি ৩’ বিতর্ক নিয়ে প্রশ্ন উঠতেই পরেশের সাফ জবাব, ‘কোনও বিতর্ক ছিল না…’ সম্প্রতি একটি পডকাস্টে খুব সহজভাবেই তিনি বলেন, “এটা বিতর্ক নয়। আসলে যখন দর্শক কোনও কিছু এত ভালবাসে, তখন আমাদের দ্বিগুণ দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। আমরা দর্শকদের কাছ থেকে ভালবাসা পেয়েছি, কাজটা সহজভাএ নেওয়া যায় না। পরিশ্রম করে একটা ভাল ছবি দর্শকদের দেওয়া উচিত।” সেই সঙ্গেই তিনি যোগ করেন, “আমার মতামত এটাই ছিল যে সকলেরই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত। আর কিছু না। এখন সব ঠিক হয়ে গেছে।”

দীর্ঘ তিন দশক ধরে পরেশ এবং অক্ষয়, উভয়কেই পর্দায় দেখছেন অনুরাগীরা। অভিনেতাদের নিজেদের মধ্যের সম্পর্কও নেহাত আজকের নয়। পরেশ বলেন, “সবাই তো সৃষ্টিশীল মানুষ—অক্ষয়, সুনীল, প্রিয়দর্শন। সবাই বহু বছরের বন্ধু।” তারপর হাসতে হাসতেই তিনি যোগ করেন, “একটু ফাইন টিউন করতে হয়েছিল শুধু!”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed