প্রেস্টিজ ফাইট! বাংলাদেশকে বাদ দিতেই ‘নাও খেলতে পারি’ বলে নাটক শুরু পাকিস্তানের
নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষার পর টি২০ বিশ্বকাপে বাংলাদেশকে ছাঁটাই করে দিয়েছে আইসিসি। তার পরিবর্তে টি২০ বিশ্বকাপে এসেছে স্কটল্যান্ড। আইসিসি আনুষ্ঠানিকভাবে তা জানিয়েও দিয়েছে। কিন্তু প্রেস্টিজে লেগেছে পাকিস্তানের। কারণ, তারাই একমাত্র দেশ এই ভোটাভুটিতে বাংলাদেশকে সমর্থন করেছিল।বাংলাদেশ বাদ পড়তেই অন্য সুরে গান গাইতে শুরু করেছে পাকিস্তানও। ফলে, শুরু হয়েছে আরও এক নতুন নাটক।
একাধিক বৈঠক, আল্টিমেটামের পরেও টি২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে জাতীয় দল ভারতে না পাঠানোর সিদ্ধান্ত অনড় থাকে বাংলাদেশ। সরকারিভাবে তা সাংবাদিকদের সে’দেশে জানিয়ে দিলেও, আইসিসিকে জানায়নি। নির্ধারিত সময়ের পরই ফের বৈঠকে বসে আইসিসি। বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুলকে ই-মেলের মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয় আইসিসি। সেক্ষেত্রে ক্রমতালিকা অনুযায়ী স্কটল্যান্ডকে সুযোগ পেয়েছে বিশ্বকাপ খেলার।
এই পর্যন্ত সব ঠিক থাকলেও, পাকিস্তান এ বার নতুন নাটক শুরু করেছে। বিসিবির সিদ্ধান্তে শুরু থেকে সমর্থন জানিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।যদিও তাদের সব ম্যাচই শ্রীলঙ্কায়। কিন্তু সরকারের নির্দেশ পেলে তারাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে বলেই খবর।এক সাংবাদিক সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘পাকিস্তান সরকার আমাকে যা নির্দেশ দেবে, আমাদের অবস্থান ঠিক সেটাই হবে। প্রধানমন্ত্রী এই মুহূর্তে পাকিস্তানে নেই, তিনি ফিরলে আমরা আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।
এটা পাকিস্তান সরকারের সিদ্ধান্ত। সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে চলতে বাধ্য। আমরা আইসিসি-র চেয়ে পাকিস্তান সরকারের প্রতি বেশি অনুগত, তাই সরকার যা বলবে আমাদের তাই করতে হবে।’ পাকিস্তান কী তাহলে খেলবে না? এমন প্রসঙ্গে নাকভি বলেন, ‘দেখুন, পাকিস্তান সরকার যদি বলে খেলব না, তবে তারা (আইসিসি) অন্য দল নিয়ে আসুক। কিন্তু এই সিদ্ধান্ত পাকিস্তান সরকারকেই নিতে হবে। এটা পাকিস্তান সরকার জানাবে। প্রধানমন্ত্রীর ফেরার অপেক্ষায় আছি, তিনি এলে সবকিছু চূড়ান্ত হবে। আগে সিদ্ধান্ত আসুক, আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি সবই আছে।’
