শনিবার কল্যাণীতে ডার্বি আইএফএ জানালেও, পুলিশের আপত্তিতে বাড়ল অনিশ্চয়তা

0

স্পোর্টস ডেস্ক: কল্যাণী স্টেডিয়ামেই হবে শনিবারের কলকাতা লিগের ডার্বি, এ’কথা জানিয়ে দিয়েছে আইএফএ। কিন্তু আদৌ কল্যাণীতে কি করা যাবে? মিলবে কি পুলিশের অনুমতি? ডার্বির মতো বড় ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ প্রশাসন। বুধবার বিকেলে আইএফএকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই আপত্তির কথা জানানো হয়েছে। জানা গিয়েছে বাংলার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সেক্রেটারি অনির্বাণ দত্ত এবং আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বৈঠকে বসেছেন। ডার্বি নিয়ে জট কাটানোর তাঁরা চেষ্টা করছেন। কল্যাণীতে ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধে সাড়ে পাঁচটা থেকে। প্রথমে আইএফএ সচিব অনির্বাণ দত্ত চেয়েছিলেন বারাসত স্টেডিয়ামে ম্যাচটি করতে। কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, বারাসত স্টেডিয়ামের সংস্কার কাজ এই মাসের মধ্যে শেষ হবে না।

বিকল্প ভেন্যু হিসাবে কল্যাণীকেই বাছা হয়েছিল। ডার্বির জন্য দুই দলের সমর্থকদের জন্য ১ হাজার করে টিকিট সংরক্ষিত রাখা হয়েছিল। বাকি ১৩ হাজার টিকিট সাধারণ দর্শকদের জন্য দেড়শো টাকা দামে বিক্রি হওয়ার কথা ছিল। সমর্থকদের নিরাপত্তার জন্য গ্যালারির মাঝে বড় ফেন্সিং দেওয়ার পরিকল্পনাও ছিল। গ্যালারিতে মেডিক্যাল টিম, ডিজিটাল টিকিটিং ব্যবস্থা, সব মিলিয়ে আইএফএ-র তরফে সাজানো হয়েছিল বেশ কিছু নতুনত্ব। কিন্তু সবই এখন প্রশ্ন চিহ্নের মুখে।এর আগেই কল্যাণীতে ডার্বি নিয়ে মোহনবাগান কর্তৃপক্ষ সমালোচনা করে আইএফএকে একহাত নেন মোহনবাগান কর্তারা। মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু অভিযোগ করে বলেন, ‘টাকা বাঁচানোর কথা ভেবে আইএফএ যুবভারতীতে ডার্বি করছে না। এত বছর পর নিশ্চয়ই আইএফএ–কে ডার্বির গুরুত্ব বোঝানোর প্রয়োজন নেই।’

মোহনবাগান সভাপতি দেবাশিস দত্তও সেই সুরে বলেন, ‘আমরা আইএসএলের ম্যাচে ক্ষতি হবে জেনেও যুবভারতীতে করি। অনেক ম্যাচে মাঠ ভরে না। সবসময় লাভ দেখলে চলে না।’ এর অবশ্য জবাবও দিয়েছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেন, ,’দুই প্রধানই জুনিয়র দল খেলায়। ফলে গতবার যুবভারতীতে করা হয় দেখা যায় ১৫-২০ হাজার লোক হচ্ছে। যুবভারতীতে করা হলে অতিরিক্ত খরচা একইসঙ্গে ৬৬ হাজার যুবভারতীতে ২০ হাজার দর্শক দেখতেও ভালো লাগে না। আর কিশোরভারতী স্টেডিয়াম জনবসতিপূর্ণ জায়গায় সেখানে ডার্বির মত ম্যাচ পুলিশ করার জন্য অনুমতি দেয়নি। কল্যাণীর যা ক্যাপাসিটি সবদিকে ঠিক আছে’। কিন্তু এরপরই বুধবার নাটকীয় মোড় নিল ডার্বি ম্যাচ ঘিরে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *