আমার মেয়ে কোনও ব্যবসার উপকরণ নয়: পরীমণি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: নিজের দত্তক কন্যাকে নাকি তার নিজের পরিবারে ফিরিয়ে দিয়েছেন পরীমণি। সমাজমাধ্যমে উঠে এসেছে এমনই কিছু মন্তব্য। সত্যিই কি তাই? এ বার সর্বসমক্ষেই মুখ খুললেন অভিনেত্রী।

সমাজমাধ্যমে বরাবরই সক্রিয় বাংলাদেশি এই নায়িকা। ছেলে পদ্মের সঙ্গে হামশাই নানা আদুরে মুহূর্ত তুলে ধরেন তিনি। সেই তুলনায় খুব বেশি প্রকাশ্যে আনেন না তাঁর কন্যাকে। তাই নিয়েই পরীমণির দিকে ধেয়ে এসেছে নেটিজেনদের একাধিক মন্তব্য। এ বার তাঁদেরকেই অভিনেত্রী জবাব দিলেন কড়া ভাষায়।

না, দত্তক কন্যাকে ফিরিয়ে দেননি তিনি। বরং এ বারে ক্যামেরার সামনে ধরা দিলেন তাঁর দুই সন্তানকে নিয়েই। বড় যত্নে খাইয়ে দিচ্ছেন পরী। ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “কিছুদিন ধরে দেখছি, কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে অযথা মাথা ঘামাচ্ছে। পোস্ট করছে, আমাকে ট্যাগ করছে, এমনকি কমেন্টেও লিখছে, ‘আপনার দত্তক মেয়েকে তো দেখি না’। ভাই, মেয়েটা আমার। বারবার ‘দত্তক’ শব্দটি ব্যবহার করে কী আনন্দ পান, বুঝি না।”

তিনি আরও অভিযোগ তুলে লেখেন, “আমার মেয়ের ছবি বা ভিডিও দেখলেই কিছু মানুষ তা কন্টেন্ট বানিয়ে ফেলে। ‘দত্তক’ শব্দ দিয়ে শিরোনাম করে ভিউয়ের ব্যবসা চালায়। আমার মেয়ে কোনও ব্যবসার উপকরণ নয়। এটা স্পষ্টভাবে জেনে নিন। আমার ইচ্ছে হলে আমি বাচ্চাদের ছবি দেব, না হলে দেব না। এতটুকুই সহজ কথা।”

অভিনেত্রী জানান, তারকা হলেও তাঁর ব্যক্তিগত জীবনটি আর পাঁচটি সাধারণ মানুষের মতোই। পরীমণি লেখেন, ‘শোবিজে কাজ করলেও আমাদের জীবন খুব সাধারণ। আমি ঘরে তেল মেখে আরাম করে কাজ করি, বাচ্চাদের খাবার নিজেই রান্না করি, যত্ন নেই যদি না অসুস্থ থাকি বা শুটিংয়ে ব্যস্ত।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *