আগুনে পুড়েই মৃত্যু মায়ের, বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ শিশুদের দেখে অসুস্থ পরীমণি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

বাংলাদেশের অন্যতম বিতর্কিত অভিনেত্রী তিনি। বিনোদন দুনিয়ার বেশ জনপ্রিয় মুখ পরীমণি। তবে পেশাগত জীবন বর্ণময় হলেও ব্যক্তিগত জীবনে কম ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়নি অভিনেত্রীকে। খুব অল্প বয়সেই বাবা-মাকে হারান পরী। বাবার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় ২০১২ সালে। অন্য দিকে, জানা যায় এর ৫-৪ বছর আজ্ঞে আগুনে পুড়ে মারা যান তাঁর মা। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া মর্মান্তিক বিমানদুর্ঘটনায় কি সেই অগ্নিদগ্ধ স্মৃতিই ফিরে এল পরীর কাছে?

দীর্ঘদিনের ক্ষত এবং ‘ট্রমা’ যে আজও দগদগে, পরী তা বেশ বুঝতে পারলেন গত সোমবার। ওই দিনই ঢাকার একটি স্কুলের উপর ভেঙে পড়ে বাংলাদেশ বায়ুসেনার একটি বিমান। ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায়। জানা গিয়েছে, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। আহত বহু। সমাজমাধ্যম জুড়ে সর্বত্র তাঁদেরই অগ্নিদগ্ধ শরীরের ছবি এবং আর্তনাদ। এই সবকিছু দেখে মানসিকভাবে ভেঙে পড়েন পরী। সোমবার রাতে প্যানিক অ্যাটাক হয় তাঁর। ভর্তি হতে হয় হাসপাতালে। সমাজমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন।

মঙ্গলবার নিজের ফেসবুকে পরী লিখেছেন, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে সেটা এভাবে বুঝতে পারিনি আগে। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কী ভাবে সহ্য করবে আল্লাহ!’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *