‘এই ত্যাগের ক্ষতিপূরণ দিতে পারব না’, তবুও শহিদ সেনাদের পরিবারে জন্য বিরাট পদক্ষেপ প্রীতির
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তিনি নিজেও সেনা পরিবারের মেয়ে। তাই ভারতীয় সেনা-জওয়ানদের পরিবারের জন্য তাঁর মন কাঁদবে, সেটাই তো স্বাভাবিক। সীমান্তের থাকা জওয়ানরা প্রতিনিয়ত আত্মত্যাগ করছেন। সেই শহিদদের পরিবারের জন্য এ বার বড় পদক্ষেপ করলেন প্রীতি জিন্টা।
সদ্যই মুম্বইকে হারিয়ে সরাসরি প্রথম কোয়ালিফায়ারে পৌঁছেছে পাঞ্জাব। স্বাভাবিকভাবেই বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন অভিনেত্রী। আইপিএল-এ পঞ্জাব কিংস-এর সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) কর্মসূচী হিসাবেই বড় পদক্ষেপ করলেন প্রীতি। ‘অপরেশন সিঁদুর’-এর জয়গান গাইতে থাকা প্রীতি এগিয়ে এলেন স্বামীহারাদের পাশে দাঁড়াতে। যে সেনারা শহিদ হয়েছেন তাঁদের স্ত্রীদের কল্যাণের জন্য এক কোটি টাকা দান করলেন অভিনেত্রী।
শনিবার জয়পুরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই জওয়ানদের আত্মত্যাগের কথা বলতে শোনা যায় প্রীতিকে। তিনি বলেন, “আমাদের সেনা বাহিনীর সাহসী পরিবারের জন্য কিছু করতে পারা আমার কাছে সম্মানের ও দায়িত্বের। ওঁদের ত্যাগের কোনও ক্ষতিপূরণ আমি দিতে পারব না কখনই। কিন্তু আমরা শুধু পরিবারের পাশে থাকতে পারি মাত্র।” তিনি আরও বলেন, “ভারতীয় সেনা বাহিনীর জন্য আমরা খুবই গর্বিত।”
বরাবরই দেশের জন্য গলা ফাটিয়েছেন প্রীতি। তিনি দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে। তবে খুব শীঘ্রই দেশাত্মবোধক ছবির হাত ধরেই আবার আত্মপ্রকাশ করবেন তিনি। ছবির নাম, ‘লাহোর ১৯৪৭’। আমির খানের প্রযোজনায় এই ছবিতে অভিনয় করবেন সানি দেওলও।