১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় নীরব, মাত্র ৩৮ বছর বয়সেই প্রয়াত সুশান্তের সহ-নায়িকা প্রিয়া

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: হিন্দি বিনোদন জগতে যেন একের পর এক শোকের খবর। মাত্র ৪২ বছর বয়সে শেফালি জরিওয়ালার মৃত্যুর স্মৃতি অনুরাগীদের মনে সদ্য পাওয়া চোটের মতোই দগদগে। এর কিছু মাস ঘুরতে না ঘুরতেই ফের দুঃসংবাদ। প্রয়াত অভিনেত্রী প্রিয়া মারাঠে। তাও মাত্র ৩৮ বছর বয়সে।

হিন্দি ছোট পর্দার জগতে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। বিশেষ করে সুশান্ত সিংহ রাজপুত অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র দর্শকেরা তাঁকে চিনে নেবেন অনায়াসেই। সেই ধারাবাহিকে দর্শকদের মন জিতলেও ক্যানসারের কাছে হেরেই গেলেন তিনি। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয়া। দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। গত কয়েক দিনে আরও অবনতি হয় শারীরিক অবস্থার। অবশেষে প্রয়াত।

সমাজমাধ্যমেও দীর্ঘদিন সক্রিয় নেই প্রিয়া। শেষ পোস্ট গত বছর অগাস্ট মাসে। স্বামীর সঙ্গে জয়পুর ঘুরতে যাওয়ার একটি মুহুর্ত ভাগ করে নিয়েছিলেন তিনি। ধারাবাহিকে তাঁর শেষ দেখা মিলেছিল তাঁরও আগে। একটি মারাঠি ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। গত বছর জুন মাসে শেষ হয় এটি। হিন্দি ও মারাঠি ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা কুড়িয়েছিলেন প্রিয়া। ‘পবিত্র রিশতা’র পাশাপাশি ‘তু তিথে মী’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরন’, ‘ভাগে রে মন’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর অনুরাগী মহলও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed