আবার ছক্কা প্রফেসর বিদ্যা ব্যানার্জির , প্রথম পাঁচে রয়েছে কোন কোন ধারাবাহিক?

0

টিআরপি নিয়ে দর্শক এবং অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে প্রতি সপ্তাহেই উত্তেজনা থাকে। চলতি সপ্তাহের টিআরপি নম্বর এসেছে একটু দেরিতে। সপ্তাহের প্রথম দিন এল চলতি সপ্তাহের টিআরপি। প্রতিনিয়ত নম্বর বেড়েছিল ‘পরিণীতা’ ধারাবাহিকের। কিন্তু চলতি সপ্তাহে অনেকটাই নম্বর কমে গিয়েছে এই ধারাবাহিকের। এই সপ্তাহে উপরে উঠে এসেছে ‘প্রফেসার বিদ্যা ব্যানার্জি’।
শুরুর দিন থেকেই এই ধারাবাহিক দর্শকের নজর কেড়েছে। ৮.০ পেয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। বেশ কিছু দিন প্রথমে থাকা ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের নম্বরও কমেছে। তারা এই সপ্তাহে রয়েছে দ্বিতীয় স্থানে। তটিনী এবং পরশুরামের কাহিনি এই সপ্তাহে পেয়েছে ৭.৭।
তবে টিআরপি তালিকায় নিজেদের জায়গা অটুট রেখেছে ‘রাঙামতি তীরন্দাজ’। এই সপ্তাহেও তারা রয়েছে তিন নম্বরে। তারা পেয়েছে ৭.৪। অনেকটা নম্বর কমেছে ‘পরিণীতা’ ধারাবাহিকের। তাও প্রথম পাঁচে নিজেদের জায়গায় ধরে রেখেছে এই কাহিনি। এ সপ্তাহে তারা পেয়েছে ৭.২। আর পঞ্চমে আছে ‘ও মোর দরদিয়া’। রণিতা দাস এবং বিশ্বজিৎ ঘোষ জুটিকে খুবই মনে ধরেছে সবার। তাদের প্রাপ্ত নম্বর ৭.০।

প্রফেসার বিদ্যা ব্যানার্জি স্টার জলসা ৮.০
পরশুরাম আজকের নায়ক স্টার জলসা ৭.৭
রাঙামতি তীরন্দাজ স্টার জলসা ৭.৪
পরিণীতা জ়ি বাংলা ৭.২
ও মোর দরদিয়া স্টার জলসা ৭.০

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *