২৫ বছর পর পর্দায় ফের ব্লকবাস্টার জুটি! কবে মুক্তি পাচ্ছে প্রসেজজিৎ-ঋতুর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘চোখ তুলে দেখো না কে এসেছে…’ হ্যাঁ, বড় পর্দায় এসেছে সেই ব্লক বাস্টার জুটি। পাড়ার পুজো মণ্ডপ থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান, বহুচর্চিত এই গানটি ছাড়া যেন আমেজটাই অসম্পূর্ণ। আড়াই দশক ধরে আজও সিনে প্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। চলতি বছর, ২৫ বছরে পা দিল এই ছবি। সেই বর্ষপূর্তি এবং জামাইষষ্ঠী উপলক্ষেই নির্মাতারা আবারও ছবিটিকে ফিরিয়ে আনছেন বড় পর্দায়।

প্রায় বেশ কিছুটা সময় ধরে ভারতীয় বিনোদুনিয়ায় পুরনো ব্লকবাস্টার সিনেমাগুলিকে নতুন করে রিলিজ করার হিড়িক শুরু হয়েছে। পুরনো ছবিকে ঘিরে দর্শকদের উন্মাদনা বরাবরই অবাক করেছে বলিউডকে। বাংলা সিনেমাই বা পিছিয়ে থাকবে কেন? এর আগে বেশ কয়েকটি বাংলা ছবি দ্বিতীয়বার মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। দর্শকদের প্রতিক্রিয়াও মিলেছে অপ্রত্যাশিত। এ বার টলিউডের অন্যতম জুটির প্রত্যাবর্তনের পালা। চলতি মাসেরই ৩০ তারিখ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। শুক্রবার, প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’-এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে ছবির নতুন ঝলকও।

নতুন করে ছবিমুক্তির খবরে আবেগে ভেসেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণাও। অভিনেতা বলেন, “আমার কাছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ শুধু একটি সিনেমা নয়, এটা ছিল বাংলা বাণিজ্যিক ছবির একটা টার্নিং পয়েন্ট। ২৫ বছর পর এই ছবিকে ফের প্রেক্ষাগৃহে ফিরতে দেখে আমি একই সঙ্গে আবেগপ্রবণ এবং রোমাঞ্চিত। জুটি হিসেবে ঋতুপর্ণা এবং আমার জন্য একটি দারুণ যাত্রার সূচনা হয়েছিল এই ছবির হাত ধরে। আশা করি, নতুন প্রজন্মও সেই ম্যাজিকটা উপভোগ করতে পারবে।”

একই সুর ছবির নায়িকার কণ্ঠেও। ঋতুপর্ণার মতে, এই ছবি তাঁর জীবন বদলে দিয়েছে। তিনি বলেন, “যে পরিমাণ ভালবাসা এই ছবিটা পেয়েছে এবং যেভাবে দর্শকদের সঙ্গে আমাদের জুড়েছে, তা এক কথায় অনবদ্য। বড়পর্দায় আবারও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর মুক্তি পাওয়াটা বাংলা সিনেমার একটি সুন্দর অধ্যায়কে আবার ফিরে দেখার মতো। যা অত্যন্ত রঙিন এবং একই সঙ্গে রোমান্সে পরিপূর্ণ।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *