‘কষ্ট পাচ্ছি…মাতৃভাষাকে অসম্মান করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না,’ প্রসেনজিতের খোলা চিঠি

0

অবশেষে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুম্বইতে ‘মালিক’-এর সাংবাদিক বৈঠকে বাংলা ভাষাকে অপমান করেছেন, এই অভিযোগে বেশ কিছুদিন ধরেই সমালোচনায় বিদ্ধ হয়েছেন টলি সুপারস্টার। হয়েছেন ট্রোলিংয়ের শিকারও। অবশেষে সমাজমাধ্যমে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। বাংলার মানুষদের প্রতি লিখলেন খোলা চিঠি।

এদিন প্রসেনজিৎ লেখেন, ‘কিছুদিন হলো আমার একটা কথা, বলা ভাল একটা সেনটেন্স সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে , সেটা নিয়েই কিছু বলতে চাই।’ কিছু জাতীয় স্তরের কাজ থাকলেও ৪২ বছরের কেরিয়ারের বেশিরভাগ সময় বাংলা ছবি করেই কেটেছে তাঁর। একথা স্মরণ করিয়ে প্রসেনজিৎ জানান, সেদিনের সাংবাদিক বৈঠকে মঞ্চে যারা ছিলেন তাঁরা মূলত ইংরেজিতেই কথা বলছিলেন। তাই তাঁর ‘দীর্ঘদিনের পরিচিত’ সাংবাদিক বাংলায় প্রশ্ন করাতে তাঁর মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে অনেকেই বুঝতে পারবেন না। অভিনেতার দাবি, ‘ তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওনাকে বলি যে বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন? যেহেতু সামাজিক মাধ্যমে শুধুমাত্র ওই একটা সেনটেন্স তুলে দেওয়া হয়েছে, হয়তো অনেকেই ওই কথার আক্ষরিক অর্থে সূত্রে আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পাচ্ছি …।’

প্রসেনজিৎ আরও বলেন ‘… নিজের মাতৃভাষার প্রতি অসম্মানের কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না । বাংলা আমার প্রাণের ভাষা, ভালবাসার ভাষা’।মিস্টার ইন্ডাস্ট্রি বাংলা ভাষার প্রতি তাঁর ভালবাসা ব্যক্ত করতে গিয়ে এও বলেন, ‘জীবনের শেষ দিন পর্যন্ত’ বাংলার মানুষের ‘বিচার তাঁর শিরোধার্য।’ পরিশেষে পুরো ঘটনায় দুঃখপ্রকাশ করে বাংলার মানুষদের প্রতি  প্রসেনজিৎ ওরফে বুম্বাদার বার্তা,
‘ আমি এই টুকু বুঝেছি আমার বলা কথায়ে আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত। ঘটনা সম্পর্কে আমার যেটুকু তথ্য বা তখনকার ভাবনাটুকু আপনাদের জানালাম, ভালো থাকুন। নমস্কার।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *