অপহরণ, টাকা লুট! একগুচ্ছ অভিযোগ নিজের দিকে ঘুরতেই নৈতিকতার পাঠ পড়ালেন পূজা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ছোট পর্দা, বড় পর্দা– দু’য়েরই বেশ পরিচিত মুখ পূজা বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে তাঁকে ঘিরে বিতর্কের রেশই বেশি। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দিয়েছেন প্রযোজক শ্যামসুন্দর দে এবং তাঁর স্ত্রী। প্রযোজকের স্ত্রী মালবিকা দে সর্বসমক্ষেই লিখেছিলেন, নির্যাতন, অপহরণ তো রয়েছেই। প্রাণনাশের হুমকি পর্যন্ত নাকি তাঁদের শুনতে হয়েছিল পূজা এবং তাঁর স্বামী কুণাল বর্মার কাছ থেকে।
নিজের দিকে একগুচ্ছ অভিযোগ ঘুরে আসতেই এ বার নৈতিকতার পাঠ পড়ালেন অভিনেত্রী। শুক্রবার সকাল সকাল নীতিকথা লেখেন নিজের সমাজমাধ্যমের পাতায়। এত দিন এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। পূজা লিখলেন, ‘ভগবান সব দেখছেন’।

সঙ্গে এও জানান, গত কয়েকদিন ধরে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। পূজা লেখেন, ‘কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে যাঁরা আমাদের পাশে রয়েছেন তাঁদের ধন্যবাদ।’’ যাঁরা বিরুদ্ধাচরণ করেছেন,তাঁদের বিরুদ্ধে কথা বলতে রাজি নন পূজা। তিনি বললেন, ‘‘যাঁরা মিথ্যে কথা রটাচ্ছেন তাঁদেরও ঈশ্বর মঙ্গল করুন। ভগবান সব দেখছেন।’
কিছুদিন আগেই তিনি এবং তাঁর স্বামী কুণাল বর্মা জানিয়েছিলেন, সর্বস্ব খুইয়ে সর্বস্বান্ত হয়েছেন নাকি তাঁরা। খুব পরিচিত একজনের কাছ থেকেই প্রতারণার শিকার হয়েছেন। তারকা দম্পতি বলেন, “আমাদের সব শূন্য থেকে শুরু করতে হবে এ বার। তবে আমরা হার মানব না। আমরা হার মানতে চাই না। আমরা আমাদের সব জমানো টাকা খুইয়ে ফেলেছি।” এই ঘটনার কথা প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই গল্প মোড় দেয় অন্যদিকে।
ফেসবুকে বিস্ফোরক দাবী করেন প্রযোজক-পত্নী। তিনি লেখেন, ‘৩১শে মে, ২০২৫, আমার স্বামী মি. শ্যামসুন্দর দে, যিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট নির্মাতা ও ৬০টিরও বেশি ছবির প্রযোজক, তাঁকে পূজা ব্যানার্জী (ওরফে পূজা বসু), কুনাল বর্মা এবং তাঁদের প্রভাবশালী সহযোগী পীযুষ কোঠারী দ্বারা জোরপূর্বক অপহরণ, আটক ও অর্থ আদায়ের জন্য হুমকি এবং মারধর করা হয়। ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন, শ্যাম যখন গাড়ি চালাচ্ছিলেন, তখন হঠাৎ পূজা ব্যানার্জী ও তাঁর সঙ্গে থাকা বাকিরা পথরোধ করে এবং তাঁকে একটি অজানা স্থানে জোর করে নিয়ে যায়।’