১২ বছর পর বদলে গেল ‘রাঞ্ঝনা’র ক্লাইম্যাক্স, ‘এআই’ কারসাজিতে ক্ষুব্ধ ধনুষ কী করলেন?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০১৩ সালে মুক্তি পেয়েছিল আনন্দ এল রাইয়ের ‘রাঞ্ঝনা’। ১২ বছর পেরিয়ে গেলেও ছবির শেষ দৃশ্যে এখনও চোখ ভেজে দর্শকদের। এই ছবির হাত ধরেই বলিউডের কাছে পরিচিতি পেয়েছিলেন দক্ষিণী তারকা ধনুষ। তাঁর সাবলীল অভিনয়, হাসি, কান্না সবটাই মন ছুঁয়েছিল দর্শকদের। তবে ছবির শেষে তাঁর অভিনীত চরিত্র ‘কুন্দন’-এর মারা যাওয়া মেনে নিতে পারেননি অনেকেই। এ বার বদলে দেওয়া হল সেই ক্লাইম্যাক্স দৃশ্যই!
কৃত্রিম মেধার কারসাজিতে নতুন করে বানানো হয়েছে ছবির শেষ দৃশ্যটি। যেখানে ‘কুন্দন’ মারা যাবে না। বরং চোখ খুলে বেঁচে উঠবে। প্রেক্ষাগৃহে এই দৃশ্য দর্শকদের মনে জায়গা করে নিলেও তা মোটেই ভাল চোখে দেখেননি অভিনেতা ধনুষ নিজেই। তাঁর অনুমতি না থাকার পরেও তাঁর অভিনীত ‘কুন্দন’-এর এমন পরিবর্তন দেখে বেজায় ক্ষুব্ধ তিনি। এমন এআই-অল্টার্ড ভার্সন দেখে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন একটি বিবৃতির মাধ্যমে।

অভিনেতা জানান, তিনি বারণ করেছিলেন কিন্তু শোনেননি নির্মাতারা। তাঁর মতে, ‘এমন বিকল্প সমাপ্তি ছবিটির আত্মাকেই কেড়ে নিয়েছে। আমি স্পষ্ট আপত্তি জানিয়েওছিলাম, তবুও শোনা হয়নি।’ হতাশ ধনুষ লেখেন, ‘এটা সেই ছবি নয়, যেটাতে আমি ১২ বছর আগে কাজ করেছিলাম। চলচ্চিত্র বা কনটেন্টে এআই ব্যবহারের এই প্রবণতা শিল্প ও শিল্পীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এটা সিনেমার ঐতিহ্য এবং গল্প বলার নির্ভরযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। আমি চাই, ভবিষ্যতে এমন কাজ আটকাতে কঠোর নিয়ম তৈরি হোক।’ ছবির এমন পরিবর্তনে হতাশ পরিচালক আনন্দ এল. রাই-ও।