‘শীঘ্রই সুখবর দেব’, বিয়ের দু’বছরের মাথায় মা হতে চলেছেন পরিণীতি!
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
বিয়ে থেকে সন্তান আগমনের খবর, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই নেটিজেনদের মধ্যে। ‘সুখবর কবে আসছে’- সদ্য বিবাহিত তারকা দম্পতিদের কাছে তো এই প্রশ্ন বেশ পরিচিত। ২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী পরিণীতি চোপড়া। এর ঠিক কয়েক মাসের মধ্যেই একটি ঢিলাঢালা পোশাকে ধরা দিতেই যেন অভিনেত্রী উস্কে দিয়েছিলেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেই সময় অবশ্য এই খবর অস্বীকার করেছিলেন অভিনেত্রী। তবে বছর ঘুরতেই ফের নয়া গুঞ্জন। রাঘব চড্ডার একটি মন্তব্য ইতিমধ্যে ভাইরাল সমাজমাধ্যমে।
সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে স্বামীর সঙ্গে উপস্থিত হন পরিণীতি। সেখানে নানা কথাবার্তার মাঝেই ওঠে সন্তানের প্রসঙ্গ। কথায় কথায় রাঘব বলেন, “দেব দেব। খুব শীঘ্রই সুখবর দেব।” সাংসদের এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় তারকাদম্পতি।
গত বছর পরিণীতির পোশাক উস্কে দিয়েছিল সন্তান আগমনের গুঞ্জন। সাদা ব্যাগি শার্টের সঙ্গে স্বাচ্ছন্দ্যের পোশাকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছিল জল্পনা। ‘ঢিলেঢালা পোশাকের আড়ালেই কি লুকিয়ে বেবি বাম্প?’, ‘পরিণীতি কি তবে মা হতে চলেছেন’, এমন অনেক প্রশ্নই উঠে এসেছিল সেই সময়। নায়িকা তখন মজা করে পাল্টা প্রশ্ন ছুড়েছিলেন, “কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা?”