শেষের দিকে পুরোপুরি খাওয়াদাওয়া বন্ধ, একাকিত্বই কুরে কুরে খেয়েছিল মুকুল দেবকে?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বাংলা এবং হিন্দি, দুই ইন্ডাস্ট্রিতেই যিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন, তিনি চলে গিয়েছিলেন খানিক নিঃশব্দেই। তিনি বলি তারকা মুকুল দেব। মাত্র ৫৪ বছর বয়সেই প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই জানা গিয়েছিল, শেষ সময়ে একাকিত্ব গ্রাস করেছিল তাঁকে। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রয়াত অভিনেতা। বাবা-মায়ের মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন প্রায়। কেন কেমন পরিণতি হয়েছিল তাঁর? মুকুল দেবের মৃত্যু নিয়ে এ বার মুখ খুললেন ভাই রাহুল দেব।
মৃত্যুর আগে সাড়ে আট দিন হাসপাতালের আইসিইউ-এ ছিলেন মুকুল। খাওয়া-দাওয়া নাকি ছেড়েই দিয়েছিলেন তিনি। রাহুল বলেন, “মারা যাওয়ার আগে মুকুল প্রায় সাড়ে আটদিন আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাবিদ্যার মতে, খাওয়াদাওয়ার অভ্যাস ঠিক না হলেই এমন পরিণতি হয়ে থাকে মানুষের। শেষ চার-পাঁচ দিনে ও পুরোপুরি খাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি।”
তিনি আরও বলেন, “দাদা খুব একা হয়ে গিয়েছিলেন। বেঁচে থাকার যেন সব আগ্রহই চলে গিয়েছিল তাঁর।” একাধিক জায়গায় দাবি করা হয়েছিল, শেষ সময়ে নাকি মানসিক অবসাদে ভুগছিলেন মুকুল। এই প্রসঙ্গেই রাহুল দেব বলেন, “যাঁরা এখন এই কথাগুলো বলছেন, তাঁরা দাদার সঙ্গে যোগাযোগও করেননি। তাঁরা বলতেন, দাদা নাকি স্বাস্থ্যবান ছিলেন না। তাঁরা কি জানেন যে দাদা হাফ-ম্যারাথন দৌড়েছিলেন। হ্যাঁ, ওঁর ওজন বেড়ে গিয়েছিল। যখন কেউ নিজের যত্ন নেওয়া বন্ধ করে দেয়, তখন সেটা প্রকাশ পায়। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে কারা যোগাযোগ রেখেছিলেন দাদার সঙ্গে? তিনি যখন হাসপাতালে ছিলেন তখন কি একবারও দেখতেও এসেছিলেন তাঁরা? না দাদার প্রার্থনা সভাতেও এসেছিলেন?”