বৃষ্টি অপেক্ষা বাড়াল, শেষদিনে ভারতের চাই ৪ উইকেট, ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান
স্পোর্টস ডেস্ক: বৃষ্টির খেলা, তাতেই রুদ্ধশ্বাস অপেক্ষা বেড়ে গেল দু’দলের। ওভাল টেস্ট শেষ দিনের রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষায়। পঞ্চম দিনে জিততে ভারতের চাই ৪ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন আর মাত্র ৩৫ রান। খেলা বন্ধ হয়ে যাওয়ায় একপ্রকার সুবিধেই হল ভারতের। সোমবার ক্লান্তি ঝেড়ে ফ্রেশভাবে শুরু করতে পারবেন পেসাররা। চতুর্থ দিন ব্রুক ও রুটের সেঞ্চুরিতে ইতিহাস গড়ার খুব কাছেই চলে আসে ইংল্যান্ড। ৩৭৪ রানের লক্ষ্য ছুঁয়ে ইংল্যান্ড জিতে গেলে ইতিহাসের প্রথম দল হিসেবে এক সিরিজে দুবার ৩০০ পেরিয়ে জয়ের কীর্তি গড়বে। ভারত জিতে গেলে সিরিজ ড্র হয়ে যাবে। ব্রুক ফিরেছেন ৯৮ বলে ১১১ রান করে। রুট ফিরেছেন ১০৫ রানে। ১ উইকেটে ৫০ নিয়ে অসম্ভবের লক্ষ্যে চতুর্থ দিন ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। অধিনায়ক অলি পপ যখন ফেরেন তখন ইংল্যান্ড ৩ উইকেটে ১০৬। সেখান থেকে যখন চতুর্থ উইকেট তুললেন আকাশ দীপ, তখন ইংল্যান্ডের স্কোর ৩০১। ব্রুক যখন ফিরলেন জয় থেকে ৭৩ রান দূরে ছিল ইংল্যান্ড। ১৯ রানে যখন ব্রুক ছিলেন তখন জীবন ফিরে পান তিনি। হ্যারি ব্রুকের তোলা ক্যাচ সীমানার সামনে দারুণভাবেই হাতে জমিয়েছিলেন ভারতীয় পেসার। তবে বিশ্বাসঘাতকতা করে যেন সিরাজের পা। ভারসাম্য হারিয়ে ছুঁয়ে ফেলে সীমানা রেখা। তাতেই ছক্কা উপহার পেয়ে যান ব্রুক। ম্যাচের যেন ওটাই টার্নিং পয়েন্ট হয়ে যায়।সিরাজ ভারসাম্য হারানোয় জীবন পেয়ে ৯২ রান যোগ করার পর নিজেই ভারসাম্য হারান ব্রুক। ব্যাট ছুটে যায় হাত থেকে। বল মিড অফের দিকে উঠলে এবার আর ভুল করেননি সিরাজ। প্রসিদ্ধ কৃষ্ণার বলে সিরাজ ক্যাচটা নিতে পারলে ইংল্যান্ডের স্কোর হয়ে যেত ৪ উইকেটে ১৩৭। এরপরও রুটের সেঞ্চুরিতে জয় প্রায় পেয়েই যাবে এমন অবস্থায় মাত্র ৫ রানের মধ্যে পড়ে যায় আরও ২ উইকেট। টেস্ট কেরিয়ারের ৩৯তম সেঞ্চুরি (১০৫) করে ফিরেছেন রুট। ইংল্যান্ডের স্কোর তখন ৬ উইকেটে ৩৩৭, তখনো দরকার ৩৭ রান। উইকেটে দুই জেমি—স্মিথ ও ওভারটন। ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ৩৩৯। প্রায় ইংল্যান্ডের জয় নিশ্চিত, এমন অবস্থায় শেষ দিনের নাটকের অপেক্ষায় ওভালের দর্শকরা।