ম্যাঞ্চেস্টারে বৃষ্টির আশঙ্কা, গুরুত্বপূর্ণ টেস্টে যাঁকে ৮ বছর পর ডাকা হল ইংল্যান্ড দলে
স্পোর্টস ডেস্ক: করুণ নায়ার দীর্ঘ আট বছর পর ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন। কিন্তু ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট খেললেও তিনি ব্যর্থ। এবার ইংল্যান্ড দলেও প্রায় ৮ বছরের অপেক্ষার শেষ করে টেস্ট ক্রিকেটে ফিরছেন অলরাউন্ডার লিয়াম ডসন। চোটের কারণে আগেই ভারত সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শোয়েব বশির। তাঁর পরিবর্তে লিয়াম ডসনকে প্রথম একাদশে নিয়েছে ইংল্যান্ড।
প্রথম একাদশে একমাত্র বদল এটাই। ৩৫ বছর বয়সী ডসন শেষবার টেস্ট খেলেছিলেন ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, নটিংহ্যামে। তাঁর অভিষেক হয়েছিল ২০১৬ সালের ভারত সফরে, চেন্নাই টেস্টে। লম্বা বিরতির পর এখন আবার সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরছেন তিনি। ডসন এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন। ৭ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৮৪ রান, সর্বোচ্চ অপরাজিত ৬৬। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের তারকা হ্যারি ব্রুক বলেন, ‘সে খুব অভিজ্ঞ ও দক্ষ ক্রিকেটার। প্রায় সব জায়গাতেই সবার বিপক্ষে খেলেছে। আশা করি, তাঁর কাছ থেকে দারুণ পারফরম্যান্স পাব।’ চতুর্থ টেস্টের গুরুত্ব অপরিসীম। ইংল্যান্ড জিতলে সিরিজের ফয়সালা হয়ে যাবে। সিরিজে টিকে থাকতে ম্যাঞ্চেস্টার টেস্ট জিততেই হবে ভারতকে। প্রসঙ্গত, ম্যাঞ্চেস্টারে ভারত আজ পর্যন্ত একটা টেস্টও জেতেনি। ফলে ইংল্যান্ডের কাছে সুযোগ সিরিজ জেতার। তার আগেই ইংরেজ ক্রিকেটারেরা বুঝিয়ে দিয়েছেন, সব রকম পরিস্থিতি এবং সব রকম চ্যালেঞ্জ সামলাতে তাঁরা প্রস্তুত।
এদিকে ম্যাঞ্চেস্টারে আবহাওয়া আশঙ্কা বাড়াচ্ছে। মঙ্গলবারও সেখানে বৃষ্টি হয়েছে। প্রথম দু’দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি শেষ দিনও বৃষ্টির আশঙ্কা থাকছে। ফলে, পুরো টেস্টটাই বৃষ্টিবিঘ্নিত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার ম্যাচের প্রথম দিনে ম্যাঞ্চেস্টারের আকাশ থাকবে মেঘলা। সকাল এবং দুপুরের দিকে দু’এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে। ওল্ড ট্র্যাফোর্ডের পিচ সাধারণত পেস বোলারদের সহায়তা করে। শুরুতে এই পিচে বাউন্স এবং সিম মুভমেন্ট পাওয়া যায়। তবে খেলা যত এগোবে, স্পিনাররা তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ম্যাচের শেষ দুই দিনে স্পিনাররা ভাল টার্ন পেতে পারেন।