দেবী দর্শনে রাজ-শুভশ্রী, দাদার হাত ধরে পুজোয় ছোট্ট ইয়ালিনী 

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই উৎসবের মরসুমে আনন্দের জোয়ার এসেছে টলিউডের ‘চক্রবর্তী পরিবারে’। ছোট্ট ইয়ালিনীর সঙ্গে রং মিলিয়ে উজ্জ্বল হলুদ পোশাকে সেজেছেন মা শুভশ্রী। অন্যদিকে, বাবা রাজের মতো দুধ সাদা ধুতি-পাঞ্জাবিতে ঝলমলে ইউভান।রাজ-শুভশ্রীর চোখে মুখেও সেই আনন্দ, সেই বাঁধভাঙা উত্তেজনা। একটি ফ্রেমে ধরা পড়েছে রাজ-শুভশ্রীর স্নেহের মুহূর্ত, তো অন্য ফ্রেমে ইউভান-ইয়ালিনীর খুনসুটি।

সম্প্রত্তি পুজোর মণ্ডপে পরিবারের সঙ্গে খোশ মেজাজে আনন্দ করার কিছু ছবি পোস্ট করেছেন শুভশ্রী নিজের সমাজমাধ্যমে। তাতেই দেখা গেছে, দাদা ইউভান যেন এখন বোনের ছায়াসঙ্গী। পাঁচ বছর বয়স হলেও দশ মাসের ইয়ালিনীর দিকে তার কড়া নজর। মায়ের কোলে কখনও রাজকন্যে ইয়ালিনী, তো কখনও বাবার কোলে রাজপুত্র ইউভান,  এই ছবি মন কেড়েছে সকলের। 

ঠাকুর দেখা থেকে খিচুড়ি ভোগ, ঢাক বাজানো থেকে অনুরাগীদের সঙ্গে ছবি তোলা—সবেতেই ছিল নির্ভেজাল আনন্দ। জনস্রোত, প্যাঁচপ্যাঁচে গরম, কোনওকিছুই বাঁধা হয়ে দাঁড়াল না। বরং পরিবারের চার সদস্যকে নিয়ে সপ্তমীর দুপুর কেটেছে উৎসবের মেজাজে।

উৎসবের এই দিনগুলোতে তারকাদের ব্যস্ততা থাকে তুঙ্গে। কেউ পুজোর মুখ, কেউ বা বিশেষ অতিথি। তবে রাজ-শুভশ্রী এই ক’টা দিন পরিবারের জন্যই রেখে দেন। শুধু পুজো দেখা নয়, রাজের বাড়িতে প্রতি বছরই হয় বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন। সেখানে ইন্ডাস্ট্রির বন্ধুদেরও দেখা মেলে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *