এশিয়া কাপের আগে বিসিসিআইয়ে বদলে গেল সভাপতি! নতুন দায়িত্বে কে এলেন?
স্পোর্টস ডেস্ক: আচমকাই বদলে গেল বিসিসিআইয়ের সভাপতি। সূত্রের খবর তেমনই। এখন থেকে আর রজার বিনি নন, বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজীব শুক্লা। নিয়মের মারপ্যাঁচেই সভাপতি পদ ছেড়ে দিতে হয় রজার বিনিকে। ১৯ জুলাই তিনি ৭০ বছর পূর্ণ করেছেন বিনি। বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী, কোনও পদাধিকারীর বয়স ৭০ বছর হয়ে গেলে তাঁর পক্ষে আর পদে থাকা সম্ভব হবে না। এই কারণেই মেয়াদ শেষের আগেই সরে গেলেন বিনি।
যিনি এতদিন ছিলেন বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট পদে ছিলেন, সেই রাজীব শুক্লাই বোর্ডের পরবর্তী নির্বাচনের আগে পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন। সূত্রের খবর, বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এমনটাই ঠিক হয়েছে। তারপরই অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে রাজীব শুল্কার নাম শোনা যাচ্ছে। সদ্য দেশে ন্যাশনাল স্পোর্টস আইন চালু হয়েছে। এই আইনের আওতায় বিসিসিআই আসবে কি না সেটা চূড়ান্ত হয়নি। যদি বিসিসিআই আইনের আওতায় আসে তা হলে রজার বিনির ফের প্রেসিডেন্ট পদে বসার সুযোগ রয়েছে। কারণ ন্যাশনাল স্পোর্টস আইন অনুযায়ী, একজনের পদে থাকার বয়স ৭৫। সেপ্টেম্বরে বিসিসিআই’য়ের বার্ষিক সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হবে সম্ভবত পুরনো নিয়ম লোধা কমিটির সুপারিশ মেনেই।
কারণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া আইন লাগু হতে এখনও চার-পাঁচ মাস সময় লাগবে৷ ২০২২ সালের অক্টোবরে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর দায়িত্ব নেন বিনি। প্রায় তিন বছর এই পদে থাকার পর তিনি সরে গেলেন। বিনির পরিবর্তে বিসিসিআই-এর অস্থায়ী সভাপতি হলেন সহ-সভাপতি রাজীব শুক্লা। এখন তাঁর বয়স ৬৫ বছর। বৈঠকের মূল এজেন্ডা ছিল টিম ইন্ডিয়ার প্রধান স্পনসর। ড্রিম ইলেভেন সরে যাওয়ার পর বোর্ড এখন নতুন স্পনসরের খোঁজে। একাধিক সংস্থা আগ্রহ প্রকাশ করলেও এখনও বোর্ড কাউকে বাছেনি। আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলের টাইটেল স্পনসর কোন প্রতিষ্ঠান হবে, তাই এখন দেখার।
