‘রানী ভবানী’র মাথায় সেরার মুকুট! জীতু-দিতিপ্রিয়ার অশান্তিতে কোথায় দাঁড়াল সিরিয়াল?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিগত কয়েকদিনে বাংলা ধারাবাহিককে ঘিরে অনেক কিছুরই সাক্ষী থেকেছে দর্শক। সাধারণত বৃহস্পতিবারের টিআরপি তালিকা নিয়ে দর্শকমনে একটা কৌতূহল তো থাকেই। তা যেন আরও একধাপ বেড়েছে এই সপ্তাহে। এর অন্যতম কারণ হল ‘জি বাংলার’ ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি। এর প্রধান নায়ক-নায়িকা জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের পারস্পরিক অশান্তির পর কোথায় গিয়ে দাঁড়িয়েছে ধারাবাহিকের ভবিষ্যৎ, তা নিয়ে চাপা উত্তেজনা সকলেরই মনে।
সম্প্রতি নানা অভিযোগে একে অপরকে বিদ্ধ করেছেন জীতু এবং দিতিপ্রিয়া। যদিও তাঁদেরকে ঘিরে বিতর্কের রেশ গত সপ্তাহ থেকেই। এর জেরে কী আঁচ পড়ল ধারাবাহিকে? টিআরপি তালিকা বলছে, বিতর্ক খুব বেশি প্রভাব ফেলতে পারেনি সিরিয়ালে। বরং গত সপ্তাহে জীতু এবং দিতিপ্রিয়া পেয়েছিলেন ৫.৪। এ বারে তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৫.৭। তালিকার সপ্তম স্থানে রয়েছে এটি।
তবে গর্জে উঠেছেন ‘রাজরাজেশ্বরী রানী ভবাণী’। মাত্র কয়েক সপ্তাহই হয়েছে, শুরু রয়েছে রাজনন্দিনী পালের এই ধারাবাহিক। তাতেই ‘বেঙ্গল টপার’! হ্যাঁ, টিআরপি তালিকায় একদম শীর্ষে জায়গা করে নিয়েছে এটি। গত সপ্তাহে তৃতীয় স্থানে ছিল এই ধারাবাহিক। এ বার ৭.১ পেয়ে একদম প্রথমে। এমন ফলাফলে বেজায় খুশি অভিনেত্রীও। সমাজমাধ্যমে নিজেই একটি ভিডিয়োবার্তায় ধন্যবাদ জানিয়েছেন সকলকে। দ্বিতীয় স্থানে গত সপ্তাহের মতোই জায়গা ধরে রেখেছে পরিণীতা। তাদের প্রাপ্ত নম্বর ৬.৯।
বেশ সপ্তাহ ধরেই প্রথম স্থান ধরে রেখেছিল ‘পরশুরাম আজকের নায়ক’। তবে এ বার তা হাতছাড়া। ৬.৮ নম্বর নিয়ে তালিকার তৃতীয় স্থানে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর কাহিনি। চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী। প্রাপ্ত নম্বর ৬.৭। পঞ্চম স্থানে ‘ফুলকি’র সঙ্গে যৌথ ভাবে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। তাদের প্রাপ্ত নম্বরও ৬.৪। ৬.২ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে ‘চিরসখা’। সপ্তম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। অষ্টম স্থানে যৌথ ভাবে স্থান দখল করেছে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’। তাদের প্রাপ্ত নম্বর ৫.১। নবম স্থানে আরও একটি নতুন ধারাবাহিক। ৫.০ নম্বর প্রাপ্ত ‘আমাদের দাদামণি’। আর একেবারে দশম স্থানে কথা ও এভি। প্রাপ্ত নম্বর ৪.৭।