প্রথম পাঁচে নেই ‘রাঙামতী তিরন্দাজ’, ‘চিরসখা’! বরং নম্বর বাড়ল পুরনো মেগাগুলির
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
চারিদিকে পুজোর আমেজ। উৎসবের মরসুমে যদিও খুব একটা ভাল যাচ্ছে না বাংলা ধারাবাহিকগুলির ভাগ্য! গত সপ্তাহ থেকেই নম্বর কমেছে একাধিক ধারাবাহিকের। এই সপ্তাহেও সেই দৃশ্যের খুব বেশি পরিবর্তন হয়নি বললেই চলে। প্রথম পাঁচ থেকেই ছিটকেই গেল ধারাবাহিক ‘রাঙামতী তিরন্দাজ’ এবং ‘চিরসখা’। তবুও প্রথম স্থানে টিকে থাকল কে?
উত্তরটা দীর্ঘদিন ধরে একই। ‘পরশুরাম আজকের নায়ক’। এই সপ্তাহেও এই ধারাবাহিক তালিকার একদম শীর্ষে। ৬.৫ পেয়ে প্রথম স্থানে রয়েছে এটি। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’। দীর্ঘদিন পর এমনটা হল। ৬.৩ নম্বর পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে এটি। তৃতীয় স্থানে লড়াই চলছে জোরকদমে। একদিকে ‘চিরদিনই তুমি যে আমার’, অন্য দিকে ‘ফুলকি’। দু’য়েরই প্রাপ্ত নম্বর ৬.১। নম্বর পড়েছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকেরও। গত সপ্তাহে ছিল ৬.৩। কিন্তু এই সপ্তাহে তা নেমে ৬.০। এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে প্রতীক সেন অভিনীত ‘আমাদের দাদামণি’। প্রাপ্ত নম্বর ৫.৯।