‘ইদের পার্টিও করেছি, গণেশ চতুর্থীও পালন হয়েছে’, ধর্মনিরপেক্ষতা নিয়ে কী বললেন রাশিদ পুত্র আরমান?

0

উত্তপ্ত গোটা বাংলার পরিবেশ। রাজনৈতিক টানাপড়েনের একাধিক ঘটনা ঘটছে। এর মধ্যেই ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বললেন সঙ্গীতশিল্পী রাশিদ খানের পুত্র আরমান খান। ধর্ম নিয়ে একাধিক বার বিতর্কের সৃষ্টি হয়েছে। কোন প্রসঙ্গে এ কথা বললেন তিনি?


আরমান বললেন, “আমি প্রথম শিখেছিলাম গায়ত্রী মন্ত্র। তার পরে আমাকে শেখানো হয়েছিল হনুমান চল্লিশা।” আডিশনকে দেওয়া সাক্ষাৎকারে, গড়গড় করে হনুমান চল্লিশা পড়ে চললেন আরমান। সেই সঙ্গে প্রকাশ্যে, গায়িত্রী মন্ত্রও আওড়ালেন আরমান। ধর্ম ভেদাভেদ নিয়ে তিনি বড় হননি। সে কথাই জানালেন গায়ক।


আরমান বলেন, “আমাদের বাড়িতে সরস্বতীপুজো হয়। গণেশপুজো হয়। আমি দুর্গাপুজোও শুরু করেছি। বাড়িতে সব পুজোআচ্ছা হয়। আবার ইদের পার্টিও দেখেছি। আমাকে কখনও শেখানো হয়নি এই জিনিসটা আমার নয়। বিশেষত আমরা যে দেশে থাকি সেখানে সব ধর্মের মানুষ বসবাস করেন। ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়। কিন্তু এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে ওই ব্যাপারটা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। তাই এই পরিস্থিতি আমার সত্যিই অদ্ভুত লাগছে দেখতে।” ভেদাভেদ, পার্থক্য, ধর্ম নিয়ে আক্রমণ—সবটাই তাঁর কাছে অন্যরকম মনে হচ্ছে। ছোট থেকে এমন পরিবেশেই বড় হয়েছেন আরমান। তাঁর এই মন্তব্য শোনার পরে নানা জনের নানা ধরনের মত তৈরি হয়েছে। দর্শকের বেশিরভাগই অবশ্য তাঁর মতকেই সায় দিয়েছেন। কেউ লিখেছেন, “যার ধর্ম সঙ্গীত তার কাছে বাকি সব ফিকে।” আবার কেউ লিখেছেন, “ইনি রাশিদ খানের পুত্র। সুতরাং উনি যে সকল ধর্মকে সম্মান জানাবেন এটাই তো স্বাভাবিক।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *