‘ছবির স্বার্থে যত ঘণ্টা প্রয়োজন, কাজ করব’, দীপিকাকে একহাত বলিউডে নবাগত রশ্মিকার!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: একইসঙ্গে নিজের সন্তান, ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন সামলানো কি সহজ কথা? দীপিকা পাডুকোন কিন্তু তা করছেন সাবলীলভাবেই। তবে অভিনেত্রীর একটাই দাবি, বেঁধে দিতে হবে কাজের সময়। মা হওয়ার পর নিজের সন্তানের দেখাশোনা এবং ব্যক্তিগত জীবন সামলানোর স্বার্থে কাজের সময় আট ঘণ্টা করে দেওয়ার জন্য আওয়াজ তুলেছিলেন বলিউডের ‘মস্তানি’। যদিও তা নিয়ে বিতর্ক কম হয়নি। নিজেদের মতো করে মতামত জানিয়েছিলেন তারকারা। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন বলিউডে ‘নবাগত’ রশ্মিকা মন্দনা। জানালেন, ছবির স্বার্থে নির্দিষ্ট সময়ের বাইরে গিয়েও কাজ করতে রাজি অভিনেত্রী। পরোক্ষভাবে কি দীপিকাকে একহাত নিলেন তিনি?
সাম্প্রতিক এই বিতর্কের সূত্রপাত হয়েছিল সন্দীপ রেড্ডি বঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’ নিয়ে। এখানে নায়িকা চরিত্রে কাজ করার কথা ছিল দীপিকার। কিন্তু মেয়ে দুয়ার জন্মের পর কাজে ফিরে দীপিকা জানান, তিনি ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। তারপরেই হাতছাড়া হয় সেই ছবি। বঙ্গারই বহুচর্চিত ‘অ্যানিমাল’ ছবির নায়িকা ছিলেন রশ্মিকা। দীপিকার প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আজকাল এই বিষয়টা নিয়ে অনেক মতবিরোধ চলছে। অনেকেই দেখলাম এই নিয়ে নিজের মতামত জানিয়েছেন। আমার মনে হয় ছবির কাজে হাত দেওয়ার আগেই পরিচালকের সঙ্গে এই বিষয়ে কথা বলে নেওয়া উচিত।”
এর পরেই অভিনেত্রী জানান, বলিউডের বাইরেও বহু ইন্ডাস্ট্রিতেই অতিরিক্ত সময়ের জন্য কাজ করতে হয়েছে তাঁকে। রশ্মিকা বলেন, “অবশ্যই এটা তাঁদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি অন্য আরও কিছু বিষয়ের উপর আলোকপাত করতে চাই। এমন অনেক পরিস্থিতি এসেছে যেখানে দুই, তিন দিন টানা কাজ করেছি বাড়ির মুখ না দেখেই। সামান্য দু’চোখের পাতা এক করিনি।” অভিনেত্রী বলেন, দক্ষিণী ইন্ডাস্ট্রি অফিস কর্মচারীদের মতোই ৯-৬টার কাজ করে। অন্য দিকে বলিউডে কাজের সময়টা তুলনায় বেশি। সেই প্রসঙ্গ ধরেই রশ্মিকা বলেন, “আমি একজন অভিনেত্রী। আমার ছবির স্বার্থে যে কোনও সময়সীমাতেই কাজ করতে রাজি।”