‘ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু পাকিস্তান উস্কানি দিলে উচিত শিক্ষা পাবে’, কড়া জবাব রবি কিষাণের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: রক্তাক্ত ২২ এপ্রিলের কথা ভোলেনি ভারত। পহেলগাঁওতে নিরীহ হিন্দু পর্যটকদের নৃশংস হত্যালীলার মোক্ষম জবাব দিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে দেশ। সংঘর্ষ ভুলে আবারও স্বাভাবিক ছন্দে ফিরলেও প্রয়োজনে আবারও যে উচিত শিক্ষা দেখাতে পারে ভারত, এমনটাই বিশ্বাস করেন অভিনেতা তথা সাংসদ রবি কিষাণ।
‘অপারেশন সিঁদুর’-এর পর দীর্ঘ ঘাত-প্রত্যাঘাতের পর্ব শেষে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছিল ভারত এবং পাকিস্তান। কিন্তু দু’পক্ষ সায় দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিনা প্ররোচনায় আবারও হামলা চালাতে শুরু করেছিল প্রতিবেশী দেশ। পাল্টা জবাব দিয়েছে ভারতও। অভিনেতার মতে, ভারত শান্তিপ্রিয় দেশ। কিন্তু প্রয়োজনে রুদ্ররূপও ধারণ করতে পারে।
সম্প্রতি সংবাদ সংস্থা ‘এএনআই’-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে রবি কিষাণ বলেন, “ভারত কিন্তু শান্তিপ্রিয় দেশ। কিন্তু প্রয়োজনে যুদ্ধ থেকেও বিরত থাকবে না। পাকিস্তান ফের যদি উস্কানিমূলক কোনও কাজ করে বা আবারও জঙ্গি হানা হয়, দেশ কিন্তু ছেড়ে কথা বলবে না। ভারতীয় সেনা মোক্ষম জবাব দিতে জানে।”