গুরুত্বপূর্ণ টেস্টেই নেই বুমরাহ! সাতদিন বিশ্রামের পরও কেন নেই, প্রশ্ন রবি শাস্ত্রীর

0

স্পোর্টস ডেস্ক: এ আবার কী! অবাক রবি শাস্ত্রী। অবাক হওয়ার কারণও যথেষ্ট। এজবাস্টনে ভারতীয় দলের জয় নেই। তারওপর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই হেরে বসেছে শুভমন গিলের ভারত। ফলে, দ্বিতীয় টেস্ট ভারতের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। তরুণ ব্রিগেডে অভিজ্ঞ জসপ্রীত বুমরাহকেই রাখেনি ভারতীয় ম্যানেজমেন্ট। ওয়ার্কলোড! অথচ প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের মধ্যে অন্তত সাতদিন বিশ্রাম পেয়েছেন জসপ্রীত বুমরাহ। তারপরও গুরুত্বপূর্ণ টেস্টে খেলানো গেল না!

জসপ্রীত বুমরাহর জায়গায় খেলছেন তরুণ বঙ্গ পেসার আকাশ দীপ। যার কোনও অভিজ্ঞতাই নেই ইংল্যান্ডের মাটিতে। কেন এ’রকম আত্মঘাতি সিদ্ধান্ত, প্রশ্ন তুলেছেন রবি শাস্ত্রী।বুমরাহকে না খেলানোয় টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনাও করেন তিনি। শাস্ত্রী বলেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। এক সপ্তাহের বিরতি পেয়েছিল দল। বুমরাহ এই ম্যাচে নেই দেখে অবাকই হলাম। এই সিদ্ধান্তের ভার খেলোয়াড়ের হাত থেকে কেড়ে নেওয়া উচিত। প্রথম একাদশে কারা খেলবে,তা নির্ধারণ করা উচিত অধিনায়ক ও প্রধান কোচের। এই ম্যাচটি এতটাই গুরুত্বপূর্ণ যে বুমরাহর খেলা উচিত ছিল। লর্ডস টেস্ট তো পরে। দ্বিতীয় টেস্ট বেশি গুরুত্বপূর্ণ।’ শাস্ত্রী আরও বলেছেন, ‘এখানেই খেলার দরকার ছিল। ১-১ সমতা এখানেই ফেরানো দরকার ছিল। লর্ডসে বিশ্রাম নিতে চাইলে বিশ্রাম নিক।’ ম্যাচ শুরুর আগে টসে হেরে অধিনায়ক শুভমন গিল জানিয়ে দেন, প্রথম একাদশে বুমরাহকে রাখা হয়নি। কারণ হিসেবে চর্চিত ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’কে সামনে টেনেছেন।

এজবাস্টনে সাই সুদর্শন এবং শার্দূল ঠাকুরের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডি ৷ দ্বিতীয় টেস্টে কুলদীপ যাদবকে খেলানোর পক্ষে বিভিন্নমহলে জোরালো সওয়াল এলেও চায়নাম্যান বোলারকে ছাড়াই মাঠে নামল টিম ইন্ডিয়া ৷ ভারত অধিনায়ক শুভমন গিল জানালেন, কুলদীপকে একাদশে নেওয়া নিয়ে বিস্তর আলোচনা হলেও শেষমেশ ব্য়াটিং গভীরতার কথা চিন্তা করে একাদশে সুযোগ দেওয়া হয়েছে ওয়াশিংটনকে ৷

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *