নিরঞ্জনের কার্নিভালে প্রস্তুত রেড রোড! জেনে নিন রবিবার কখন শুরু! কী হবে যান চলাচলের!

রবিবার রেড রোডে হবে পুজো কার্নিভাল। আর তারমধ্যে দিয়েই কলকাতার দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হবে। প্রতিবারের মতো এবারও রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান জয়ী পুজো কমিটিগুলি অংশ নেবে এই কার্নিভালে। প্রধান অতিথি হিসাবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন বিভিন্ন বিশিষ্ট অতিথিরাও। সেকারণে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রেড রোড ও সন্নিহিত এলাকার নিরাপত্তায় প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। এবার ১১৩ টি পুজো কমিটি পুজোর কার্নিভালে অংশগ্রহণ করবে।সমস্ত পুজো উদ্যোক্তারা তাঁদের ট্যাবলো নিয়ে শোভাযাত্রা করে এগিয়ে চলবেন গঙ্গার ঘাটের দিকে। যাদের কলকাতা ও কলকাতার আশেপাশের সেরা প্রতিমাগুলি দেখার সৌভাগ্য হয়নি, তারা এবার রেড রোডের এই পুজো কার্নিভালে এসে সেই সব প্রতিমা একেবারে সামনে থেকে দেখার সুযোগ পাবেন।
দুপুর ২টোয় শুরু পুজো কার্নিভাল। কার্নিভালের জন্য রবিবার বন্ধ থাকবে খিদিরপুর রোড থেকে রেড রোড। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত রাস্তায় সব পণ্যবাহী গাড়ির চলাচল পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। দুপুর ২টো থেকে কলকাতার মেয়ো রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, পলাশী গেট রোড, এসপ্ল্যানেড পর্যন্ত রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও রেড রোডে পুজো কার্নিভালের জন্য শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রেড রোড সংলগ্ন এলাকার প্রতিমা রাখা শুরু হবে শনিবার রাত থেকে। ক্যানিভালের সময় প্রতিটি প্রতিমার সঙ্গে একজন করে কর্তব্যরত পুলিশ দায়িত্বে থাকবেন। প্রতিটি পুজোর মধ্যে কিছু দুরত্ব রাখা হবে। রবিবার সকাল থেকেই কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিকরা নজরদারি চালাবেন। বিদেশি আমন্ত্রিতদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
এই কার্নিভাল ২০২৫ উপলক্ষ্যে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ রবিবার শহরতলীর সেকশনে দুপুর দুটো থেকে রাত ১২ টা পর্যন্ত অন্যান্য কাজের দিনের সময় সূচি অনুসারে ইএমইউ লোকাল চালাবে বলে রেল সূত্রের খবর। দুর্গাপুজো কার্নিভাল উপলক্ষ্যে কলকাতা মেট্রো রবিবার ব্লু লাইন ও গ্রীন লাইনে বিশেষ পরিষেবা দেবে। ওই দিন ব্লু ও গ্রিন লাইনের প্রতিটি সেকশনে তিনটি আপ ও তিনটি ডাউন সহ মোট ৬ টি বিশেষ পরিষেবা দেওয়া হবে বলে মেট্রো রেল সূত্রের খবর। উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম বারের জন্য কার্নিভ্যাল আয়োজিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে।