এবার সরকারি চাকরি পেলেন রিঙ্কু সিং, এদিকে বিয়ের ডেট পিছিয়েই চলেছেন

0





ছোট্ট ছোট্ট পায়ে..চলতে চলতে… এ’কথা বলতেই পারেন রিঙ্কু সিং। আইপিএল যে তাঁর জীবন বদলে দিয়েছে। কিচ্ছু ছিল না থেকে সব পেয়েছির দেশে পৌঁছেছেন রিঙ্কু। জাতীয় দলে নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন। ভাল বাড়ি করেছেন। বিয়ে করছেন। এবার সরকারি চাকরিও পেয়ে গেলেন। যোগী আদিত্যনাথ সরকার এই তারকা ক্রিকেটারকে জেলা বেসিক শিক্ষা অধিকারী পদে নিয়োগ করতে চলেছে। উত্তরপ্রদেশ সরকার আন্তর্জাতিক পর্যায়ের অ্যাথলিটদের সম্মানার্থে ২০২২ সাল থেকে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। তাদের ইন্টারন্যাশনাল মেডেল উইনার্স ডাইরেক্ট রিক্রুটমেন্ট রুলস-এর অধীনে আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের বিভিন্ন সরকারি পদে নিয়োগ করা হয়। তেমনই রিঙ্কুকেও একটি পদে নিয়োগ করা হবে বলে খবর।  এর আগে মহম্মদ সিরাজ, লভলিনা বরগোঁহাইকেও এমন সম্মাননীয় পদে নিয়োগ করা হয়েছিল। রিঙ্কু এই পদের মূল বেতন বা বেসিক হল প্রায় ৫৬,১০০ টাকা। অভিজ্ঞতার নিরিখে মূল বেতন বাড়ে। তা সর্বোচ্চ ১,৭৭,৫০০ হতে পারে। তবে বিভিন্ন সুযোগসুবিধা সহ রিঙ্কুর শুরুতে বেতন হতে পারে প্রায় ৭০ থেকে ৯০ হাজার টাকা। এছাড়া পাবেন সরকারি বাংলোও। আইপিএলে পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার কীর্তিতেই আইপিএলে উত্থান রিঙ্কু সিংয়ের। এরপর খুলে যায় জাতীয় দলের দরজাও। সম্প্রতি বাগদানও সেরে ফেলেছেন রিঙ্কু। তবে খেলার এত চাপ বিয়ের ডেটই পাচ্ছেন না তিনি।  চলতি বছরের ১৮ নভেম্বর  চার হাত এক হওয়ার কথা ছিল রিঙ্কুর। কিন্তু সেটা পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৬-র ফেব্রুয়ারিতে। কারণ নভেম্বরে টানা ক্রিকেট চলবে। রিঙ্কুর বাগদান হয়েছে প্রিয়া সরোজের সঙ্গে। প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। তাঁর বাবা তুফানি সরোজ তিনবার সাংসদ ছিলেন। ৮ জুন রিঙ্কু ও প্রিয়ার বাগদান পর্ব হয়। তখন থেকেই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *